ছয় বছরে এশিয়ান টিভি ও রেডিও

দেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এশিয়ান টিভির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী আজ বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি। একইসাথে এশিয়ান রেডিও ৯০.৮ এফএম এর জন্মদিন।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার দিনব্যাপী প্রতিষ্ঠান দু’টির নিকেতনের কার্যালয়ে চলছে জমকালো অনুষ্ঠানমালা। দিনভর রয়েছে আনন্দ উৎসব আর শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা বিনিময়, অতিথি বরণ, স্মৃতিচারণমূলক আড্ডা ও বরেণ্য শিল্পীদের পরিবেশনায় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান।
এছাড়াও বর্ষপূর্তি উপলক্ষে এশিয়ান টিভির পর্দায় থাকছে ৪ দিনব্যাপী লাগাতার বর্ণাঢ্য আয়োজন। ০৪ দিনের অনুষ্ঠানমালায় থাকছে দেশি বিদেশি কনসার্ট, ভিন্ন মাত্রার সংগীত, টক শো সহ নানা বৈচিত্র্যময় অনুষ্ঠান।
গতকাল রাত ১২টা ১ মিনিটে এশিয়ান টিভির কার্যালয়ে ৫ম বর্ষপূর্তির কেক কেটে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি। এ সময় প্রতিষ্ঠানের চেয়ারম্যান আলহাজ্ব হারুন-উর-রশীদ সিআইপি সহ এশিয়ান টিভির কলাকুশলী ও উর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
আজ বৃহস্পতিবার দিনভর এশিয়ান টিভি ও রেডিওকে শুভেচ্ছা জানাতে হাজির হবেন নানা অঙ্গনের তারকা ও গুনীজনরা। পাশাপাশি দর্শকদের বিনোদনে মাতিয়ে রাখতে এশিয়ান টিভির পর্দায় সরাসরি সম্প্রচার করবে খ্যাতিমান শিল্পীদের সমন্বয়ে জমকালো সংগীতানুষ্ঠান।
এলএ/আরআইপি