চলছে চঞ্চল-ফারিয়ার ‘কলকাতার দাদাবাবু’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:২৬ পিএম, ২৪ আগস্ট ২০১৮

কলকাতার দাদাবাবু। উত্তরাধিকার সুত্রে তিনি এদেশের অনেক জমিজমার মালিক। এগুলো এখন ভোগ দখল করে বাড়ির কাকাবাবুরা। তিনি থাকেন কলকাতাতে। একদিন খবর এলো দাদাবাবু আসছেন। তিনি এসে তার জমিজমার হিসেব নিকেশ করবেন এবং সব বেচা কেনা করে চলে যাবেন। বাড়ির সবাই একটু চিন্তার মধ্যেই পড়ে গেল। তবে দাদাবাবু জমিজমার চাইতে আরো বড় কিছু নিয়ে গেলেন।

ঈদের জন্য ইমরাউল রাফাত এমন এক গল্প নিয়ে নির্মাণ করেছেন ৭ পর্বের ধারাবাহিক ‘কলকাতার দাদাবাবু’। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী ও শবনম ফারিয়া। তাদের সঙ্গে আরও আছেন সাজু খাদেমসহ অনেকেই।

নাটকটি প্রচার হচ্ছে ঈদের দিন থেকে প্রতিদিন রাত ৯টা ৪০ মিনিটে। আজ ঈদের তৃতীয় দিনও একই সময়ে দেখা যাবে ‘কলকাতার দাদাবাবু’।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।