লকডাউনের ঘোষণা শুনেই বাড়ি ফিরতে নায়িকার কান্না
করোনাভাইরাসের সঙ্গে মোকাবিলা করতে ভারতে ২১ দিনের লকডাউনের ঘোষণা দিয়েছেন নরেন্দ্র মোদি। জাতীয় লকডাউন ঘোষণা হওয়ায় বলিউড ব্যক্তিত্বরা বাহবা দিচ্ছেন। অনেকে ঘরে বসে নানা রকম ভিডিও দিয়ে সবাইকে সচেতন করছেন।
এরমধ্যে বলিউডের নায়িকা স্বরা ভাস্কর টুইট করেছেন কান্নার একটি ইমোজিও দিয়ে। তিনি বাড়ি যেতে চাইছেন।
২৫ মার্চ রাত্রি ৮ টার সময় নরেন্দ্র মোদি জাতির উদ্দেশে ভাষণ দেন। ভাষণ শেষের পরেই স্বরা ভাস্কর সোশ্যাল মিডিয়াতে ওই টুইট করেন, যে টুইটে প্রচুর মানুষ কমেন্ট করেছেন। ‘বাড়ি যাব' বলে রীতিমতো কান্নাকাটি জুড়ে দিয়েছেন এই অভিনেত্রী।
বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর নিজের নানা মতামত নিয়ে সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয়। বিভিন্ন প্রাসঙ্গিক ও বিতর্কিত বিষয়ে নিজের কথা পোস্ট করেন স্বরা। বহুবার স্বরা ভাস্করকে নিজের নানা টুইটের জন্য সোশ্যাল মিডিয়াতে ট্রলের সম্মুখীনও হয়েছেন।
তবে সম্প্রতি করোনার ভয়ে বাড়ি ফেরার কান্নার পোস্ট করে ট্রলের শিকার হচ্ছেন তিনি। সোশ্যাল মিডিয়াতে স্বরার এই টুইট বেশ চর্চিত এখন। নিজের টুইটে স্বরা লিখেছেন, 'আমি বাড়ি যেতে চাই...'।
এলএ/এমএবি/এমএস