করোনা প্রতিরোধে নিজের বেতন ও ৩০ লাখ টাকা দিলেন নুসরাত

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫:০২ পিএম, ২৯ মার্চ ২০২০

করোনাভাইরাস থেকে দেশকে বাঁচাতে ভারতীয় সরকারের পাশে দাঁড়িয়েছেন অনেক তারকা। এবার করোনা রোধ করতে সহযোগিতা করলেন সাংসদ নুসরাত জাহান। করোনা মোকাবিলায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে নিজের এক মাসের বেতন এবং সাংসদ তহবিল থেকে ৩০ লাখ টাকা দিয়েছেন তিনি।

ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, গতকাল শনিবার নুসরাত এই টাকা দেন। বসিরহাটের সাংসদ স্বাস্থ্যকর্মীদেরও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।

নুসরাত জানান, বসিরহাট এলাকায় যত হাসপাতাল আছে, সেখানকার স্বাস্থ্যকর্মীরা যাতে যথাযথ মাস্ক, স্যানিটাইজার, গ্লাভস পান এবং করোনা চিকিৎসায় যাতে কোনো ঘাটতি না থাকে, সেজন্যই নিজের সাংসদ তহবিল থেকে ৩০ লাখ রুপি ও সাংসদের এক মাসের বেতন দান করেন।

নুসরাত ছাড়াও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি টাকা দান করেছেন নায়ক দেব। এরপর নায়কের প্রশংসায় পঞ্চমুখ তার ভক্ত ও ঘাটাইলের নাগরিকরা। মিমি চক্রবর্তীও দেড় লাখ টাকা দিয়েছেন এই তহবিলে।

শুধু টাকা দিয়েই নয়, করোনাকে রুখে দিতে দেব, মিমি চক্রবর্তী, নুসরাত জাহান, সবাই বিভিন্ন ভাবে সচেতন করে চলেছেন মানুষকে। মানুষকে ঘরে থাকার আহ্বান জানান তারা।

এমএবি/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।