করোনা মুক্ত হলেন বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা

অবশেষে করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরলেন ঢাকাই সিনেমার নির্মাতা এমদাদুল হক খান। ১৫ দিন আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে উত্তরারার একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।
গতকাল বৃহস্পতিবার বাসায় ফিরে নির্মাতা নিজেই ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে সুখবরটি জানান।
এমদাদুল হক খান লিখেছেন, ‘আল্লাহর অশেষ মেহেরবানি, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের দোয়ার বরকতে করোনামুক্ত হয়ে দুই সপ্তাহ হাসপাতালে কাটিয়ে বাসায় আসলাম।
অশেষ কৃতজ্ঞতা ডিরেক্টরস গিল্ডের কার্যনির্বাহী কমিটির প্রতি। বিশেষভাবে ধন্যবাদ সালাউদ্দিন লাভলু ভাই, এস এ হক অলিক ভাই ও ফরিদুল হাসান ভাইকে। এই ক’দিন তাদের অনেক জ্বালিয়েছি। হাসিমুখে তারা সব সমস্যার সমাধান করেছেন।’
চিকিৎসকদের ধন্যবাদ জানিয়ে এমদাদুল হক খান লিখেন, ‘উত্তরা রিজেন্ট হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকদের ধন্যবাদ দিয়ে ছোট করব না। কৃতজ্ঞতা তাদের প্রতি। নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে তারা আমাদের জীবন রক্ষা করছেন।’
এই চিত্রপরিচালক পেশায় একজন সাংবাদিক। সকল সহকর্মী ও বন্ধু-বান্ধবদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
এমদাদুল হক খান বলেন, ‘ফোন করে অনেকে সাহস যুগিয়েছেন। অনেকে নামাজ পড়ে আমার জন্য দোয়া করেছেন। বিপদে পড়ে বুঝলাম, রক্তের সম্পর্ক না থাকলেও মানুষ কতটা আপন হতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই কামনা করি।’
‘মন নিয়ে লুকোচুরি’ শিরোনামে একটি সিনেমা নির্মাণ করেছে এই নির্মাতা। এতে অভিনয় করছেন চিত্রনায়ক শাহরিয়াজ ও নায়িকা শিরিন শিলা। পাশাপাশি দৈনিক বাংলাদেশের খবর পত্রিকায় সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন এমদাদুল।
এমএবি/এমএস