ভালো কাজের প্রস্তাব এলে অভিনয়ে ফিরবো: পল্লব

'কী মিষ্টি মিষ্টি অপলক দৃষ্টি, অপরূপ সুন্দর লাগছে/ এই মনের গভীরে, যার ছবি আঁকা আছে, তুমি সেই সুন্দর চোখে ভাসছে’ -নব্বই দশকে প্রচারিত জনপ্রিয় এই বিজ্ঞাপনচিত্রের জিঙ্গেলের সঙ্গে কমবেশি সবাই পরিচিত। এই বিজ্ঞাপনচিত্রের সেই সুদর্শন মডেল ছিলেন পল্লব। একটি বিজ্ঞাপন দিয়ে আকাশ ছোঁয়া জনপ্রিয়তা পান তিনি।
এরপর কাজ করেছেন বহু বিজ্ঞাপন ও নাটকে। কণ্ঠ দিয়েছেন অনেক সিনেমার গানেও৷ তবে দীর্ঘদিন ধরেই আছেন শোবিজ থেকে দূরে।
বড় ভাই, বাবা ও মায়ের মৃত্যু; বেশ দুঃসময় কাটিয়েছেন এ তারকা। নিজেও অসুস্থ হয়েছেন। করিয়েছেন ওপেন হার্ট সার্জারি।
তবে আপাতত সুস্থ পল্লব৷ নিঃসঙ্গ জীবন থেকে বেরিয়ে আসতে আবারও ফিরতে চান শোবিজের রঙিন দুনিয়ায়৷
চলচ্চিত্র শিল্পী সমিতির ঢামাঢোলের মধ্যে আজ ২০ জানুয়ারি পল্লব হাজির হন এফডিসিতে৷ আচমকাই তাকে পেয়ে উল্লাসে মেতে উঠেন চলচ্চিত্র পরিচালক ও শিল্পীরা। চলে কুশল বিনিময় ও ছবি তোলা পর্ব৷
একফাঁকে এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে পল্লব জানান, শোবিজের সবাইকে খুব মিস করেন৷ তিনি বলেন, 'আড়ালে থাকলেও অনেকের সঙ্গে যোগাযোগ হয়৷ অনেক কাজের প্রস্তাব পেয়েছি বারবার। মা অসুস্থ ছিলেন। তাকে একা বাসায় রেখে কাজ করাটা অসুবিধা হতো৷ এখন তো মা নেই৷ একা সময় কাটে৷
ভাবছি কাজে ফিরবো৷ এখন কাজের অনেক মাধ্যম৷ অনেক বড় আয়োজন সবকিছুতে। ভালো মানসম্মত কাজ এলে করবো।'
১৯৯১ সালে এই বিজ্ঞানচিত্রের মডেল হওয়ার পর একে একে শতাধিক বিজ্ঞাপনচিত্রে কাজ করেন পল্লব। তার বিপরীতে মডেল হয়েছেন অপি করিম, তারিন, রিয়া, সুইটি, মৌ, তানিয়াসহ অসংখ্য বড় তারকা। ছোটবেলা থেকে খেলাধুলায় আসক্ত পল্লব হুট করেই বিজ্ঞাপনচিত্রে কাজ শুরু করেন।
অভিনয়ে পল্লবের অভিষেক ঘটে ১৯৯৫ সালে। আরেফিন বাদলের ‘প্রাচীর পেরিয়ে’ নাটকে অতিথি শিল্পী ছিলেন তিনি ও তানিয়া আহমেদ। এক যুগে কয়েক শ নাটকে অভিনয় করা হয়েছে তার।
চলচ্চিত্রেও অভিষেক হয় পল্লবের। শাহীন সুমন পরিচালিত ‘বিয়েবাড়ি’ নামের সেই চলচ্চিত্রে পল্লব ছাড়াও ছিলেন শাকিব খান ও রোমানা।
এলএ/এএসএম