এবার আকাশেও ভাইরাল ‘কাঁচা বাদাম’!

ভারতের বিভিন্ন রাজ্য এবং দেশ ছাড়িয়ে বিদেশ, সোশ্যাল মিডিয়া পেরিয়ে এখন আকাশেও ভাইরাল বীরভূমের ভুবন বাদ্যকরের ‘কাঁচা বাদাম…’ গান।
এবার সেই গানে নাচলেন স্পাইসজেটের এক বিমানবালা। উমা মীনাক্ষি নামে ওই বিমানবালা ফাঁকা বিমানে ‘কাঁচা বাদাম’ গানের তালে নেচে ফের ভাইরাল হয়েছেন। বৃহস্পতিবার নিজেই ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন উমা।
কাঁচা বাদামের উন্মাদনা যে কতটা এবং সাধারণ মানুষের মধ্যে এর কতটা প্রভাব উমার নাচ তারই একটা উদাহরণ। তার কাঁচা বাদাম গানের জন্য সুপরিচিত হয়ে উঠেছেন বীরভূমের দুবরাজপুরের বাসিন্দা ভুবন বাদ্যকর। বাদাম বিক্রি করার সময় তিনি এই গানটি গেয়ে থাকেন। কিন্তু সেটা ফেসবুকে ভাইরাল হয়। রাতারাতি তারকা হয়ে যান ভুবন।
View this post on Instagram
নানা জায়গা থেকে তার ডাক পড়ে। এমনকি কলকাতা পুরসভা ভোটেও তাকে প্রচারের কাজে লাগিয়েছিল বিভিন্ন রাজনৈতিক দল।
এমএইচআর/এএসএম