শিল্পকলা একাডেমিতে ৫ দিনব্যাপী মূকাভিনয় কর্মশালা সমাপ্ত

রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় সোমবার ( ১৬ মে) বাংলা মূকাভিনয় গবেষণা কেন্দ্রের পাঁচ দিনব্যাপী জাতীয় মূকাভিনয় কর্মশালা সফলভাবে সমাপ্তি হয়েছে।
পাঁচ দিনব্যাপী জাতীয় মূকাভিনয় কর্মশালা সমাপনী ও সার্টিফিকেট অনুষ্ঠানে বাংলা মূকাভিনয় গবেষণা কেন্দ্রের মহাপরিচালক ও কর্মশালা পরিচালক মাইম আইকন কাজী মশহুরুল হুদার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নাট্যজন নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু।
বিশেষ অতিথি ছিলেন আইটিআই বাংলাদেশ কেন্দ্রের সাধারণ সম্পাদক ও নাট্যজন দেবপ্রসাদ দেবনাথ দুলাল। বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ধীমান সাহা জুয়েল ও ফেডারেশনের সহসভাপতি সোলেমান মেহেদী।
আয়োজনটি পরিচালনা ও কর্মশালা সমন্বয়কারী ছিলেন মূকাভিনেতা রিজোয়ান রাজন।
নাট্যজন নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, ‘বাংলাদেশে শিল্পচর্চা হলো দেশের হয়ে জনগণকে সেবা প্রদান করা। নিরবচ্ছিন্নভাবে এই কাজটা দেশের মঙ্গলের জন্য করে যেতে হবে।’
মূকাভিনেতা ও প্রশিক্ষক রিজোয়ান রাজন তিনি বলেন, ‘আমরা কয়েক বছর ধরে জাতীয় মূকাভিনয় কর্মশালায় আয়োজন করে আসছি। তার ধারাবাহিকতা আয়োজন করছি। এবার কর্মশালায় ঢাকা ও আশেপাশের অঞ্চল থেকে মোট ১৫ জন পাঁচদিনের কর্মশালায় অংশগ্রহণ করেছেন।’
এদিকে পাঁচ দিন মূকাভিনয় বিষয়ে তাত্ত্বিক জ্ঞান ও ব্যবহারিক বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেন মাইম আইকন কাজী মশহুরুল হুদা, আল মাসুম সবুজ, জাহিদ রিপন, কবি শাহেদ কায়েস, শহিদুল মুরাদ ও রিজোয়ান রাজন।
এমআই/এলএ/এএসএম