নজরুল জন্মজয়ন্তীতে শিল্পকলায় ‘দামাল ছেলে নজরুল’

নাটকের দল ‘জেনেসিস থিয়েটার’ জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে বছরের পর বছর নিয়মিত কাজ করে যাচ্ছে। এবার কবির ১২৩তম জন্মজয়ন্তী ও বিদ্রোহী কবিতার শতবর্ষ উদযাপন উপলক্ষে ‘যৌবনে নজরুল’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে।
পাশাপাশি আত্ম-জীবনী নিয়ে দুই বাংলার একমাত্র মঞ্চ নাটক ‘দামাল ছেলে নজরুলের’ ২৬ তম মঞ্চায়ন করা হবে।
আগামীকাল বুধবার (২৫ মে) বাংলাদেশ শিল্পকলা একাডেমীর এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে। ‘দামাল ছেলে নজরুল’ নাটকটির রচনা করেছেন মাহমুদ উল্লাহ। নির্দেশনা দিয়েছেন নূর হোসেন রানা, কোরিওগ্রাফি করেছেন ইমন খান, আবহ সংগীত বিকাশ, কস্টিউম ডিজাইন ইকবাল খান ও ফারজানা রনি এবং সেট ডিজাইন করেছেন নির্দেশক নিজেই।
‘দামাল ছেলে নজরুল’নাটকটির কেন্দ্রীয় নজরুলের চরিত্রে ইমন খান ছাড়াও অভিনয় করেছেন, নূর হোসেন রানা, নিথর মাহবুব, ফারাহ ফেন্সী, আলেয়া বেগম আলো, মাহবুব জামান, কনা, রুশ মিলা, সানজিদা রোজ,মিরাজ হ্ম্যাপা, ইকবাল, মোক্তার, জারা অন্তরা, প্রকাশ সরকার সুমন, ফারজানা রনি, জলিল, সিয়াম, স্বপন, সিফাত, নুহাশ, আনজুম,জীবন, প্রদীপ কুমার ঘোষ, শেখ জয়নুল, আজহার আজু,মিলন, মাহমুদুল হাসান, আমির, শিশুশিল্পী ইয়াশফা, অংকন প্রমুখ ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) মো. আজহারুল ইসলাম খান। বিশেষ অতিথি হয়ে উপস্থিত থাকবেন নজরুল সংগীতশিল্পী ফাতেমা তুজ জোহরা, বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য চিত্রনায়িকা রোজিনা, এটিএন বাংলার উপদেষ্টা তাশিক আহমেদ, বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান অধ্যক্ষ মো. ইমাম হোসাইন এবং সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি নূর হোসেন রানা।
এমআই/এলএ/এমএস