২৬ প্রেক্ষাগৃহে সাইমন-মাহির ‘লাইভ’
ঢাকাই সিনেমার জনপ্রিয় জুটি সাইমন সাদিক ও মাহিয়া মাহি। শুক্রবার (৯ সেপ্টেম্বর) এ জুটির নতুন সিনেমা ‘লাইভ’ সারাদেশের চারটি সিনেপ্লেক্সসহ ২৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।
সিনেমাটির মুক্তি উপলক্ষে বুধবার (৭ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ইস্কাটনের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে সিনেমাটির পরিচালক শামীম আহমেদ রনি, নায়ক-নায়িকা ছাড়াও অতিথি হিসেবে ছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক নিপুণ আক্তারসহ আরও অনেকে।
এ সময় ‘লাইভ’ নিয়ে মাহি বলেন, কাজ করে বুঝেছি, সিনেমাটি ভালো হয়েছে। শুটিংয়ে আমি আর সাইমন আলোচনা করতাম যে, এ সিনেমা দিয়ে আমাদের ক্যারিয়ারে বড় একটা টার্নিং আসবে।
সাইমন সাদিক বলেন, একটি দৃশ্যে টানা ১৬ মিনিট অভিনয় করেছিলাম। কতটা মনোযোগ দিয়ে কাজ করলে আমার মতো একজন অভিনেতা এটা একবারেই করতে পারে!
তিনি আরও বলেন, পুরো গল্পটাই ছিল মনোযোগ দিয়ে অভিনয় করার দেওয়ার মতো। টিজারে রহস্যের যে ছায়া পাওয়া গেছে, তাতে সিনেমাটি দর্শক একবার দেখতে বসলে শেষ পর্যন্ত দেখবে।
শাপলা মিডিয়া প্রযোজিত সাইকো থ্রিলার ঘরানায় এ সিনেমায় আরও অভিনয় করেছেন আদর আজাদ, শিবা শানু, আমিন সরকার, সাবেরী আলম প্রমুখ।
এমআই/এসএএইচ/এএসএম