বলিউড অভিনেতা বিক্রম গোখলে সুস্থ হয়ে উঠছেন

বলিউডের বর্ষীয়ান অভিনেতা বিক্রম গোখলে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। ভারতীয় গণমাধ্যম ‘ইন্ডিয়া টিভি’র প্রকাশিত এক খবরে এমনটাই জানা গেছে। শুক্রবার (২৫ নভেম্বর) হাসপাতাল সূত্রে জানা যায়, তার ব্লাড প্রেসার ও হার্ট রেট স্থির রয়েছে। ধীরে ধীরে চোখ খুলছেন বিক্রম গোখলে, এমনকী হাত পা নাড়ারও চেষ্টা করছেন তিনি।
বিক্রম গোখলের স্বাস্থ্যের অবস্থা উন্নতির দিকে গেলেও তার অবস্থা আশঙ্কাজনক, বলেই জানিয়েছেন তার চিকিৎসকরা। কয়েকদিন আগে পুণের দীননাথ মঙ্গেশকর হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হয়েছিলেন এ অভিনেতা।
এদিকে বুধবার বিক্রম গোখলের মৃত্যুর গুজবও ছড়িয়ে পড়েছিল। কিন্তু কিছুক্ষণ পরেই তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তিনি বেঁচে আছেন।
উল্লেখ্য, ২০১৬ সালে অসুস্থতার কারণে মারাঠি থিয়েটার থেকে অবসর নিয়েছিলেন বিক্রম গোখলে। ১৯৭১ সালে মাত্র ২৬ বছর বয়সে অমিতাভ বচ্চনের ‘পরওয়ানা’ ছবিতে অভিনয়ের মধ্যদিয়ে চলচ্চিত্র দুনিয়ায় পা রাখেন বিক্রম গোখলে।
‘হম দিল দে চুকে সনম’, ‘অগ্নিপথ’, ‘খুদগাওয়া’সহ একাধিক ছবিতে অতিথি শিল্পীর ভূমিকায়ও দেখা গেছে তাকে। ২০১০ সালে মারাঠি ছবি ‘অনুমতি’-র জন্য তিনি ভারতের জাতীয় পুরস্কারও লাভ করেন। বিক্রম গোখলেকে শিল্পা শেঠির ‘নিকাম্মা’ ছবিতে সবশেষ অভিনয় করেছেন।
এমএমএফ/এমএস