চলচ্চিত্রকার আজহারুল ইসলামের মৃত্যুবার্ষিকী বুধবার

বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা ও নাট্যকার আজহারুল ইসলামের ৩৪তম মৃত্যুবার্ষিকী আগামীকাল বুধবার (৩০ নভেম্বর)। তিনি ১৯৮৮ সালের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
এ উপলক্ষে তার গ্রামের বাড়ি মানিকগঞ্জের হরিরামপুর থানার ঝিটকার কালোই গ্রামে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
আজহারুল ইসলামের ‘ষড়যন্ত্র’ ও ‘রিক্সাওয়ালা’ নামে দুটি চলচ্চিত্র এবং অসংখ্য মঞ্চ নাটক পরিচালনা করেছেন। পরিচালনার পাশাপাশি তিনি অভিনয়ও করেছেন। তার লেখা নাটকের মধ্যে রয়েছে ‘প্রকৃতি জীবন দাও’, ‘ইন্দ্রোজাল’, ‘বিষ’।
তিনি দৈনিক সারাবাংলার বার্তা সম্পাদক সুমন ইসলামের বাবা।
এমএমএফ/এএসএম