নতুন সিনেমায় আরজু

সিনেমায় এক যুগেরও বেশি ক্যারিয়ার চিত্রনায়ক কায়েস আরজুর। এ দীর্ঘ ক্যারিয়ারে কাজের পরিমাণ কম হলেও যে কটি সিনেমায় কাজ করেছেন, সব কটিতেই প্রশংসিত হয়েছেন। কাজ করেছেন নানা মাত্রিক চরিত্রে। এবার নতুন বছরে আরও একটি সিনেমায় নাম লেখালেন এই নায়ক।
ছবির নাম ‘আজিরন’। সম্প্রতি এ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। রাশেদ রেহমানের গল্প অবলম্বনে ছবিটির চিত্রনাট্য,প্রযোজনা ও পরিচালনা করছেন গীতালি হাসান। এতে আরজুর বিপরীতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করবেন ছোট পর্দার সুমাইয়া অর্পা।
কায়েস আরজু বলেন, ‘ভিন্নধর্মী গল্পে কাজ করার অনেক দিনের আগ্রহ। গল্পটি এক কথায় চমৎকার লেগেছে আমার। আশা করি দর্শকদেরও ভালো লাগবে।’
প্রযোজনা সংস্থা জানায়, ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত রাজবাড়ীর মনোরম প্রাকৃতিক লোকেশনে ছবিটির দৃশ্য চিত্রায়নের কাজ চলবে। এরপর দ্বিতীয় লটে সিলেটে শুটিংয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রটির ক্যামেরা ক্লোজ করা হবে।’
এই সিনেমায় আরও অভিনয় করবেন গোলাম কিবরিয়া তানভির, গোলাম ফরিদা ছন্দা, ফজলুর রহমান বাবু, মাহমুদুল ইসলাম (বড়দা মিঠু)আদিত্য, আনন্দ প্রমুখ।
এমআই/এলআইএ/জেআইএম