করোনায় অধ্যাপকের মৃত্যুতে বিএমএর শোক

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৩:২৫ পিএম, ০৪ মে ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী দেশের অন্যতম হেমাটোলজিস্ট ও ল্যাবরেটরি মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক কর্নেল (অব.) ডা. মোহাম্মদ মনিরুজ্জামানের মৃত্যুতে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ড. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।

সোমবার (৪ মে) সংগঠনের দফতর সম্পাদক ডা. মো. শেখ শহীদ উল্লাহ প্রেরিত এক শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শোকবার্তায় বলা হয়, ডা. মনিরুজ্জামান রাজধানীর আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান হেমাটোলজিস্ট হিসেবে কর্মরত ছিলেন। রোববার (৩ মে) কাজ শেষে রাজধানীর মিরপুর ডিওএইচএসের বাসায় ফেরেন তিনি। আনুমানিক বিকেল ৩টায় ডা. মনিরুজ্জামান অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হয়। পরে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর পর তার শরীরের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষা করা হলে ফলাফল পজিটিভ আসে। তিনি করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারানো দেশের দ্বিতীয় চিকিৎসক।

মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন ও ছাত্রছাত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এমইউ/এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।