করোনার চিকিৎসায় আরও ৫০০ চিকিৎসক চায় বিএসএমএমইউ
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের যথাযথ চিকিৎসাসেবা প্রদানের জন্য আরও ৫০০ জন চিকিৎসকের পদায়ন চায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ। চিকিৎসকের চাহিদার প্রেক্ষিতে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বরাবর লেখা এক চিঠিতে এ পদায়ন চাওয়া হয়েছে।
এর আগে গত ৪ জুলাই ৩৭০ শয্যার করোনা ইউনিট চালু করে বিএসএমএমইউ।
চিঠিতে বিএসএমএমইউতে কোভিড রোগীদের চিকিৎসা যথাযথভাবে পরিচালনার জন্য ৫০০ জন মেডিকেল অফিসার/সহকারী সার্জন পদের চিকিৎসকের পদায়ন প্রদান করতে নির্দেশনা চেয়েছে।
এছাড়া ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের কার্যক্রম পরিচালনার জন্য ৫০ জন মেডিকেল অফিসার/সহকারী সার্জন পদে পদায়নের জন্য অনুরোধ জানানো হয়।
বুধবার (৮ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব (পার-৩) মো. আবু রায়হান মিয়া চিঠিটি ইস্যু করেন।
এমইউ/এফআর/এমকেএইচ