করোনা আইসিইউতে রোগী প্রতি ৫০ হাজার টাকা ব্যয় সরকারের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩৯ পিএম, ২৭ এপ্রিল ২০২১

ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) একেকজন করোনা রোগীর চিকিৎসায় দিনে সরকারের ৫০ হাজার টাকা ব্যয় হয় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসে (বিসিপিএস) প্রাঙ্গণে করোনা ভ্যাকসিনসহ অন্যান্য সমসাময়িক বিষয় নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী এ কথা জানান।

জাহিদ মালেক জানান, দেশের সরকারি হাসপাতালগুলোতে করোনা রোগীদের চিকিৎসার জন্য সাত হাজার শয্যা রয়েছে। একটি শয্যায় একজন করোনা রোগীর চিকিৎসায় দিনে সরকারের ১৫ হাজার টাকা ব্যয় হয়। এরমধ্যে আইসিইউতে যারা চিকিৎসা নেন, প্রতিদিন তাদের একজনের জন্য সরকার প্রায় ৫০ হাজার টাকা ব্যয় করে। এভাবে গত এক বছর ধরে সরকার করোনা রোগীদের চিকিৎসা চালিয়ে যাচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘কিছুদিন আগে রাজধানীর মহাখালীতে এক হাজার শয্যার ডিএনসিসির করোনা হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। এই হাসপাতালে ২১২টি আইসিইউ রয়েছে। সবমিলে আইসিইউ সমমনা শয্যা রয়েছে ৫০০টি। এই হাসপাতালে করোনা রোগীদের সেবা আরও বাড়ানোর কাজ চলছে।’

বর্তমানে সবচেয়ে বেশি তরুণেরা করোনা আক্রান্ত হচ্ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘তরুণদের একটি বড় অংশ মাস্ক পরতে চান না। স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়েও তারা উদাসীন। এতে তরুণদের মধ্যে করোনা সংক্রমণের হার সবচেয়ে বেশি। তাদের মাধ্যমে পরিবারের বয়োজ্যেষ্ঠরা আক্রান্ত হচ্ছেন। ফলে ৭০ থেকে ৮০ ভাগ বয়োজ্যেষ্ঠ মারা যাচ্ছেন। তাই করোনা নিয়ে আর অবহেলা না করে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’

এমএমএ/এসএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।