করোনায় শনাক্ত কমলেও মৃত্যু বেড়েছে

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:৩৭ পিএম, ০৪ ডিসেম্বর ২০২১

করোনায় গত ২৪ ঘণ্টায় বেড়েছে মৃত্যু। এদিন মৃত্যু হয়েছে ছয়জনের। তবে নতুন করে করোনা রোগী শনাক্তের সংখ্যা কমেছে।

গত ২৪ ঘণ্টায় ১৭৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর আগের দিন শুক্রবার (৩ ডিসেম্বর) ২৪৩ জনের শনাক্ত হয়েছিল করোনা। আর মারা গিয়েছিলেন তিনজন।

এদিকে দেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৭ হাজার ২৪৬ জনে। এর মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৯৯৫ জন।

শনিবার (৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে সেরে উঠেছেন ১৬২ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৭৭ শতাংশ। এখন পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়ে সুস্থ হলেন মোট ১৫ লাখ ৪২ হাজার ৪৮ জন।

একই সময়ে সারাদেশে ১৬ হাজার ৪২৮ জনের করোনা পরীক্ষা করা হয়। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি নয় লাখ ৬২ হাজার ৪৭৪টি। 

গত ২৪ ঘণ্টায় পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ০৭ শতাংশ। আর মৃত্যুহার এক দশমিক ৭৭ শতাংশ।

জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।