চট্টগ্রামে ডেঙ্গুতে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৪

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ফাহিমা নামের দুই বছর একমাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ নভেম্বর) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ জনে।
এদিকে, ২৪ ঘণ্টায় শিশু, নারী, বৃদ্ধ মিলে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৯৪ জন। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৫০১ জনে।
ডেঙ্গুতে প্রাণ হারানো ফাহিমা চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকার বলে জানিয়েছে জেলা সিভিল সার্জন অফিস। শনিবার (১২ নভেম্বর) সিভিল সার্জন অফিসের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে ১২ নভেম্বর পর্যন্ত চট্টগ্রামে তিন হাজার ৫০১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। চলতি মাসের ১২ দিনে আক্রান্ত হয়েছেন ৮২৫ জন। বর্তমানে চট্টগ্রামের সরকারি-বেসরকারি হাসপাতালে ১৪২ জন চিকিৎসাধীন। আক্রান্তদের বেশিরভাগ মহানগরীর বাসিন্দা।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামে সেপ্টেম্বর মাসের শুরু থেকে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছর এ পর্যন্ত চট্টগ্রামে ২৫ জনের মৃত্যু হয়েছে।
ইকবাল হোসেন/এএএইচ/জেআইএম