বিএসএমএমইউ’র নতুন পরিচালক রেজাউর রহমান

ফাইল ছবি
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. রেজাউর রহমান।
তাকে প্রেষণে ওই পদে নিয়োগ দিয়ে তার চাকরি স্বাস্থ্যসেবা বিভাগে ন্যস্ত করে রোববার (২০ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বিএসএমএমইউয়ের পরিচালকের দায়িত্ব চালিয়ে আসা ব্রিগেডিয়ার জেনারেল মো. নজরুল ইসলাম খানকে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
অন্যদিকে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার মো. আশিকুন নবী চৌধুরীকে ২১ নভেম্বর বা যোগদানের তারিখ থেকে ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত একই পদে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।
আরএমএম/জেএইচ/জেআইএম