কর্মস্থলে চিকিৎসকদের অনুপস্থিতিতে বিএইচআরএফের উদ্বেগ
কর্মস্থলে চিকিৎসকদের অনুপস্থিতির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম (বিএইচআরএফ)। একই সঙ্গে মানবিক চিকিৎসা সেবে নিশ্চিতে চিকিৎসকদের ইতিবাচক সহযোগিতা প্রত্যাশা করেছে দেশের স্বাস্থ্যখাত নিয়ে কাজ করা সংবাদিকদের সংগঠনটি।
শনিবার (১০ আগস্ট) রাতে বিএইচআরএফের সভাপতি রাশেদ রাব্বি ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সই করা এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়।
এতে বলা হয়, বিএইচআরএফের পক্ষ থেকে দেশের চিকিৎসক সমাজের প্রতি শুভেচ্ছা। সম্প্রতি শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে দেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আহত ও নিহত হয়েছেন। আহতের চিকিৎসা দিতে দেশের সরকারি-বেসরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসকরা তাদের সর্বোচ্চ পেশাগত আচরণ করেছেন। এতে আহত আন্দোলনকারী ও জনসাধারণ সুচিকিৎসা পেয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, অনেকে এখনও চিকিৎসাধীন আছেন।
স্বাস্থ্যসেবা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলন এক পর্যায়ে গণআন্দোলনে রূপ নেয়। এতে শেখ হাসিনার পতন ঘটে এবং একটি গণসরকার গঠন হয়। সরকার পতনের সঙ্গে সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরসহ দেশের সব সরকারি হাসপাতালে কর্মরত বিগত সরকারের সমর্থক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা নিরাপত্তাহীনতা অনুভব করে কর্মস্থলে অনুপস্থিত থাকছেন। ফলে স্বাস্থ্য অধিদপ্তর ও হাসপাতালগুলোতে স্বাভাবিক কার্যক্রম মারাত্মক ব্যহত হচ্ছে। ফলে বিপুল সংখ্যক রোগী কাঙ্খিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। যা কারও কাছেই কাম্য নয়।
এই অচলাবস্থা নিরসনে দল মতের ঊর্ধ্বে থেকে দেশের সব চিকিৎসকের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। দেশের সব মানুষের স্বাভাবিক চিকিৎসা নিশ্চিতে চিকিৎসক সমাজের সব পক্ষের সম্মিলিত আলোচনার মাধ্যমে নিরাপদ কর্মস্থল নিশ্চিত ও স্বাস্থ্য প্রশাসনে স্বাভাবিক গতি আনায়নে সম্মিলিত প্রচেষ্টা প্রত্যাশার কথা জানিয়েছে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম।
একই সঙ্গে বিএইচআরএফ মনে করে চিকিৎসা সেবার মতো মহান ও মানবিক পেশায় যারা জড়িত আছেন তাদের প্রত্যক্ষ রাজনৈতিক সম্পৃক্ত অনাকাঙ্খিত ও অনভিপ্রেত।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ও প্রত্যাশিত বাংলাদেশ বিনির্মাণে এ বিষয়ে সংশ্লিষ্টদের গভীর মনোনিবেশ ও ফলপ্রসূ মতামত প্রত্যাশা করছি। দেশের এই বিশেষ মুহূর্তে, দেশের মানুষের জন্য আধুনিক, মানবিক চিকিৎসা নিশ্চিতে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম দেশের সব চিকিৎসককের ইতিবাচক সহযোগিতা প্রত্যাশা করে।
এএএম/এমআইএইচএস/জেআইএম