শিক্ষা

গবেষণায় ফেলোশিপ দিচ্ছে আইসিটি বিভাগ, আবেদন ২০ ফেব্রুয়ারি পর্যন্ত

তথ্য ও গবেষণায় ফেলোশিপে আবেদন আহ্বান করেছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি ক্ষেত্রে উদ্ভাবনীমূলক কাজে উৎসাহ দিতে ২০২৪-২৫ অর্থবছরে এ অনুদান দেওয়া হবে।

Advertisement

সম্প্রতি আবেদনপত্র আহ্বানের পর এবার আবেদনের সময় বাড়িয়েছে আইসিটি বিভাগ। ঘোষণা অনুযায়ী, আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদনের সময় বাড়িয়েছে আইসিটি বিভাগ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) উপসচিব আবদুল্লাহ আল মামুনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুনশিক্ষার্থীরা বই পড়ছে না, চ্যাটজিপিটি দেখে লিখছে অ্যাসাইনমেন্ট সরকারি পলিটেকনিকে আবারও ফিরছে ভর্তি পরীক্ষা 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪-২৫ অর্থবছরে আইসিটি খাতে গবেষণার জন্য ফেলোশিপ প্রদান, আইসিটি ক্ষেত্রে উদ্ভাবনীমূলক কাজে উৎসাহ প্রদানের জন্য ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানকে অনুদান এবং বিশেষ অনুদান প্রদানের লক্ষ্যে আবেদন গ্রহণের সময়সীমা আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হলো।

Advertisement

এতে আরও বলা হয়, নীতিমালায় বর্ণিত যোগ্যতাসম্পন্ন আগ্রহী দেশে ও বিদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী, গবেষক এবং প্রত্যাশী ব্যক্তি বা প্রতিষ্ঠানসমূহের নিকট থেকে অনলাইনের এই লিংকে [http://ims.ictd.gov.bd/] আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।

এএএইচ/কেএসআর