গাজীপুরের কালীগঞ্জে নিয়মবহির্ভূত কার্যকলাপের অভিযোগে সেন্ট্রাল হাসপাতালকে দুই লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই দিন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
Advertisement
সোমবার (২৮ এপ্রিল) রাতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তনিমা আফ্রাদ।
অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশীদ, বেঞ্চ সহকারী মো. আলামিন ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, সেন্ট্রাল হাসপাতালের ম্যানেজার কালীগঞ্জ পৌর এলাকার মুনশুরপুর গ্রামের আব্দুল বাসেদ মিয়ার ছেলে আরিফুর রহমান (৪৯)।
Advertisement
আদালতের বিচারক জানান, তার প্রতিষ্ঠানে একাধিক অনিয়ম ও আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। এজন্য তাকে দুই লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া নরসিংদীর পলাশ উপজেলার ফায়সাল (৩৪), যিনি কালীগঞ্জ বাজারের একজন ব্যবসায়ী, তাকেও ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তনিমা আফ্রাদ বলেন, এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। আইন ভঙ্গকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
আব্দুর রহমান আরমান/আরএইচ
Advertisement