একুশে বইমেলা

হাজী মহম্মদ মহসিন: অনন্য জীবনকথা

হাজী মহম্মদ মহসিন: অনন্য জীবনকথা

কত মানুষই তো পৃথিবীতে আসে, এমন মহাজীবন কতজন লাভ করতে পারেন? কতজনইবা যুগের পর যুগ টিকে থাকেন মানুষের অন্তরে। এমন সাধনাইবা কতজন করতে পারেন? এমনই মহাজীবন লাভ করেছিলেন যিনি, তিনি হাজী মহম্মদ মহসিন। বহু গুণের অধিকারী ছিলেন তিনি।

Advertisement

সেই মহান মানুষের জীবনী তুলে ধরেছেন কথাসাহিত্যিক সালাহ উদ্দিন মাহমুদ। কিশোর জীবনকথা বিভাগে প্রকাশিত বইটির নাম ‘হাজী মহম্মদ মহসিন’। শিশু-কিশোরদের উপযোগী করে লেখা বইটিতে হাজী মহম্মদ মহসিনের গুরুত্বপূর্ণ অবদান উপস্থাপন করা হয়েছে।

সবকিছু ছাপিয়ে ‘দানবীর’ হিসেবে বিশ্বজুড়ে খ্যাতি পেয়েছেন হাজী মহম্মদ মহসিন। সে কথা আমরা সবাই জানি। তাঁর সৎ বোন মন্নুজানের দান করা সম্পত্তি তিনি অসহায় মানুষের মাঝে বিলিয়ে দিয়েছেন। শিক্ষাক্ষেত্রে রেখেছেন অসামান্য অবদান। এখনো তাঁর দানের ওপর নির্ভর করে চলছে অনেক সংগঠন ও প্রতিষ্ঠান।

বোনের কাছ থেকে সম্পত্তি লাভের পর থেকে তিনি দুস্থ মানুষের কল্যাণের জন্য উপার্জিত অংশ ব্যয় করার ব্রত গ্রহণ করেন। এ সময় সাহায্যের জন্য তাঁর কাছে আগত কোনো লোককে বিমুখ করতেন না। এ ছাড়া নিজে খোঁজখবর নিয়ে বিভিন্ন মানুষকে সাহায্য করতেন। ১৭৬৯-১৭৭০ খ্রিষ্টাব্দের সরকারি দলিল অনুযায়ী, তৎকালীন দুর্ভিক্ষের সময় তিনি বহু ‘লঙ্গরখানা’ স্থাপন করেছিলেন। এমনকি সরকারি তহবিলে অর্থ সহায়তা প্রদান করেছিলেন।

Advertisement

আরও পড়ুন রণজিৎ সরকারের দুটি শিশুতোষ বই  বইমেলায় ক্ষুদে লেখক নিমিতের আত্মপ্রকাশ 

জগৎজুড়ে দানবীর হিসেবে এই খ্যাতি লাভ খুব সহজ ছিল না। অনেক চড়াই-উৎরাই পার হয়ে তিনি এ খেতাব অর্জন করেছেন। বিলাসবহুল জীবনকে উপেক্ষা করে সাদামাটা জীবনযাপন করেছেন। পড়াশোনা, ভ্রমণ আর দানের নেশায় সংসারের কথাই ভুলে গেছেন। আজীবন রয়ে গেছেন অবিবাহিত।

যুগ যুগ ধরে তিনি মানুষের কাছে প্রিয় হয়ে উঠেছেন। পৃথিবীতে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। মানুষের মুখে মুখে উচ্চারিত হচ্ছে তাঁর নাম। ছোটবেলায় পাঠ্যবইয়ে, দাদা-দাদি, নানা-নানির কাছে গল্প শুনেছি তাঁকে নিয়ে। কিন্তু পূর্ণাঙ্গ জীবনী হয়তো সেভাবে হাতে পাইনি আমরা। বাংলার শিক্ষাজগতে বিশেষ অবদান রাখা মানুষটির জীবন ও দর্শন নিয়ে আমাদের দেশে তেমন চর্চা নেই। পত্রপত্রিকায় নেই তেমন আলোচনাও। আশা করি এই বই তাঁর জীবন সম্পর্কে জানতে সহযোগিতা করবে।

হাজী মহম্মদ মহসিনের জীবনই একটি গল্প। একটি মহাকাব্য। দীর্ঘ উপন্যাস। বড়দের পাশাপাশি ছোটদেরও বিশদভাবে জানা দরকার তাঁর জীবন সম্পর্কে। তাঁর আদর্শ যেন আমাদের অনুপ্রাণিত করতে পারে। শিশুদের মনে শুভবোধ জাগ্রত করতে পারে। সেই প্রয়াসেই মলাটবন্দি করা হয়েছে তার জীবনের গল্প।

৩৪ পৃষ্ঠার ‘হাজী মহম্মদ মহসিন’ বইটি প্রথম প্রকাশিত হয় ২০২৩ সালে। বইটি পাঠ্যবইয়ের পাশাপাশি শিক্ষার্থীদের সহায়ক হিসেবে ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। পাশাপাশি বড়দেরও উপকারে আসবে। আমি বইটির বহুল পাঠ ও প্রচার কামনা করছি।

Advertisement

বইয়ের নাম: হাজী মহম্মদ মহসিনলেখক: সালাহ উদ্দিন মাহমুদপ্রকাশক: পেপারপ্রোকপরিবেশক: খোশরোজ কিতাব মহলপ্রচ্ছদ: সুমন বাবুমূল্য: ১০০ টাকা।

এসইউ/জিকেএস