জাতীয়

প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফর ‘অত্যন্ত সফল’

প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফর ‘অত্যন্ত সফল’

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরকে ‘অত্যন্ত সফল’ বলে বর্ণনা করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ এবং চুরি যাওয়া সম্পদ উদ্ধারে বাস্তব অগ্রগতির কথা তুলে ধরে এমন মন্তব্য করেছে মন্ত্রণালয়।

Advertisement

মঙ্গলবার (১৭ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিক বলেন, ‘আমাদের বিবেচনায় সফরটি অত্যন্ত সফল হয়েছে।’

আরও পড়ুনপ্রতারণা করে জুলাই অভ্যুত্থানের সুবিধা নিলে ২ বছরের কারাদণ্ড জুলাই মাসের মধ্যেই ‘জুলাই সনদ’ চূড়ান্ত: আলী রীয়াজ 

তিনি জানান, প্রধান উপদেষ্টার প্রাথমিকভাবে নির্ধারিত সফরসূচির চেয়ে বেশি ব্যস্ততা ছিল। সরকারি সফরের সময় তাকে পূর্ণ প্রটোকল দেওয়া হয়েছিল।

এসময় রুহুল আলম সিদ্দিক যুক্তরাজ্য সফরে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জনের কথা তুলে ধরেন। যার মধ্যে রয়েছে চুরি যাওয়া সম্পদ উদ্ধারে উল্লেখযোগ্য পদক্ষেপ, রাজা তৃতীয় চার্লসের সঙ্গে একান্ত সাক্ষাৎ এবং অধ্যাপক ইউনূসকে মর্যাদাপূর্ণ রাজা তৃতীয় চার্লস হারমনি পুরস্কার প্রদান।

Advertisement

কেএসআর/