ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের মৃত্যুর খবরকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে তার ব্যক্তিগত দপ্তর।
Advertisement
সোমবার (১৬ জুন) মধ্যপ্রাচ্যের কয়েকটি গণমাধ্যমে আহমাদিনেজাদের নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ে। প্রতিবেদনে দাবি করা হয়, ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলায় তিনি মারা গেছেন।
তবে একই দিন আহমাদিনেজাদের দপ্তর থেকে এক বিবৃতিতে এসব দাবি অস্বীকার করে জানানো হয়, ‘সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ সুস্থ ও নিরাপদ আছেন। তার মৃত্যু সংক্রান্ত সব খবর গুজব ও মিথ্যাচার।’
আরও পড়ুনইরানের ১২ ‘ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণস্থলে’ হামলার দাবি ইসরায়েলের ইরানের হামলার আশঙ্কায় ৩০টি যুদ্ধবিমান সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্রএদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কোথায় লুকিয়ে আছেন আমরা জানি, তবে এখনই তাকে হত্যা করবো না।
Advertisement
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘আমরা জানি সেই তথাকথিত সুপ্রিম লিডার (আয়াতুল্লাহ আলী খামেনি) কোথায় লুকিয়ে আছেন। তিনি সহজ লক্ষ্য, কিন্তু সেখানে তিনি নিরাপদ- আমরা তাকে সরিয়ে (হত্যা করে) ফেলবো না, অন্তত আপাতত নয়।’
সূত্র: আল-জাজিরা
কেএসআর/
Advertisement