আন্তর্জাতিক

ইসরায়েলে ফের ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েলে ফের ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ইরান থেকে ইসরায়েলের দিকে আরও এক দফা ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় এটি ইরানের অন্তত অষ্টম ক্ষেপণাস্ত্র হামলা বলে জানা গেছে।

Advertisement

মঙ্গলবার (১৭ জুন) ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, রাজধানী জেরুজালেমের আশপাশ এবং বৃহত্তর তেল আবিব অঞ্চলে ক্ষেপণাস্ত্র বা তার ধ্বংসাবশেষ পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

যদিও ইসরায়েলি বাহিনী দাবি করেছে, অধিকাংশ ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করতে সক্ষম হয়েছে। তবে গত তিন-চার দিনের অভিজ্ঞতায় দেখা গেছে, কিছু ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ভেতরে ঢুকতে সক্ষম হয় এবং তা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি ঘটায়।

আরও পড়ুনইরানের পারমাণবিক স্থাপনায় হামলার কথা ভাবছেন ট্রাম্প ইরানের ১২ ‌‘ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণস্থলে’ হামলার দাবি ইসরায়েলের 

তবে ইসরায়েলে সামরিক সেন্সরশিপের কারণে সব ক্ষেপণাস্ত্র কোথায় আঘাত হেনেছে, তা জানা সম্ভব হয় না। ফলে প্রকৃত ক্ষয়ক্ষতি বা লক্ষ্যস্থল সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না।

Advertisement

এদিকে, ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের সঙ্গে হামলার বিষয়ে বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে সিবিএস নিউজ।

সূত্র জানায়, আক্রমণের সম্ভাব্য লক্ষ্যবস্তুগুলোর মধ্যে রয়েছে ‘ফোরদো’। এটি ভূগর্ভস্থ একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র, যা ইরানের পারমাণবিক কর্মসূচির অন্যতম মূল কেন্দ্র হিসেবে বিবেচিত।

তবে হামলার বিষয়ে কীভাবে এগোনো উচিত সে বিষয়ে পুরোপুরি একমত নন ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টারা। যদিও এতদিন ট্রাম্প প্রশাসন প্রকাশ্যে এবং গোপনে বলেছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের আক্রমণে সরাসরি যুক্ত নয়।

সূত্র: আল-জাজিরা

Advertisement

কেএসআর/