মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার পাইকপাড়া গ্রামের বাসিন্দা সোহাগ শেখের দায়ের করা মামলায় তার মা ও নানিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
Advertisement
বুধবার (১৮ জুন) দুপুরে মুন্সিগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান শুনানি শেষে দুই নারীর জামিন আবেদন খারিজ করেন। তবে মামলার আরেক আসামি সোহাগের নানা জামিন পেয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী ইমরান হোসেন।
মামলার নথি অনুযায়ী, সোহাগ শেখ তার মা, নানা ও নানির বিরুদ্ধে বাবার বিদেশ থেকে আনা নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির অভিযোগে মুন্সিগঞ্জ আমলি আদালত-৪ এ সিআর মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়, প্রবাসফেরত বাবা বাড়িতে ১৪ লাখ টাকা, প্রায় ১২ লাখ টাকার স্বর্ণালংকার ও মালয়েশিয়ান রিঙ্গিত রেখেছিলেন, যা পরবর্তীতে পরিবারের সদস্যরা মিলে চুরি করেন।
Advertisement
অন্যদিকে অভিযুক্ত মা এই মামলাকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে বলেন, প্রবাসী স্বামী তার কাছে হিসাব চাওয়ার পর তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন এবং পরে ছেলেকে দিয়ে মিথ্যা মামলা করান।
তিনি বলেন, আমি চাইলে নারী নির্যাতনের মামলা করতে পারতাম, কিন্তু আমার সন্তানদের কথা ভেবে তা করিনি।
এফএ/এএসএম
Advertisement