জাতীয়

দুর্যোগ প্রস্তুতি ও প্রতিক্রিয়ায় বাড়ছে এআইয়ের গুরুত্ব

দুর্যোগ প্রস্তুতি ও প্রতিক্রিয়ায় বাড়ছে এআইয়ের গুরুত্ব

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং সাইক্লোন প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) কর্মসূচির পরিচালক আহমদুল হক বলেছেন, দুর্যোগ প্রস্তুতি ও প্রতিক্রিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) গুরুত্ব ক্রমবর্ধমান। সমন্বিতভাবে পূর্বাভাসের কাঠামো শক্তিশালী করতে আন্তঃসংস্থাগত সহযোগিতা ও দক্ষতা বৃদ্ধি করতে হবে।

Advertisement

বুধবার (১৮ জুন) রাজধানীর বনানীর একটি হোটেলে বন্যা ও ঘূর্ণিঝড়ের জন্য এনইএপি কার্যকরী উদ্যোগ: পূর্বাভাস এবং মানবিক পদক্ষেপের মধ্যে সেতুবন্ধন শীর্ষক এক জাতীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ এবং অ্যাকশন অ্যাগেইনস্ট হাংগার (এসিএফ) নেতৃত্বাধীন স্টেপ কনসোর্টিয়াম এবং এর অন্যান্য সদস্য সংস্থা করডেইড, প্ল্যান ইন্টারন্যাশনাল ও ইউনাইটেড পারপাস যৌথভাবে এ জাতীয় কর্মশালার আয়োজন করে।

কর্মশালার উদ্দেশ্য বৈজ্ঞানিক পূর্বাভাস এবং মানবিক প্রতিক্রিয়ার মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে দুর্যোগ মোকাবিলায় অগ্রসক্রিয় পদক্ষেপ জোরদার করা।

Advertisement

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কর্মশালাটি একটি জাতীয় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে, যেখানে সরকারি সংস্থা, কারিগরি প্রতিষ্ঠান ও মানবিক সংগঠনগুলোর মূল প্রতিনিধিদের একত্রিত করা হয়েছে, যাতে বন্যা ও ঘূর্ণিঝড় মোকাবেলায় জাতীয় অগ্রসক্রিয় কর্মপদ্ধতি (এনইএপি) বাস্তবায়ন নিয়ে আলোচনা করা যায়। বিভিন্ন অধিবেশনে সংস্থাগুলোর পারস্পরিক সহযোগিতা, বৈজ্ঞানিক ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তব অভিজ্ঞতার আলোকে সময়োপযোগী ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

কর্মশালায় সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের পরিচালক (মানবিক কার্যক্রম) মো. মোস্তাক হোসেন দুর্যোগজনিত ঝুঁকি হ্রাসে একটি পূর্ণাঙ্গ এনইএপি-এর গুরুত্ব তুলে ধরে বলেন, এই প্রোটোকলটি আগাম পদক্ষেপের বার্তা দ্রুত ছড়িয়ে দেওয়ার জন্য তৈরি করা হয়েছে, বিশেষ করে পশুসম্পদ রক্ষা ও দুর্যোগ চক্র জুড়ে দুর্বলতা নিরসনের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

প্যানেল আলোচনায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. শাহ কামাল খান বলেন, বিএএমআইসি প্রকল্পের সঙ্গে যুক্ত অংশীদাররা প্রাথমিকভাবে এনইএপি সম্পর্কে সচেতন ছিলেন না। তবে স্টেপ হস্তক্ষেপের পর এই বিষয়ে সচেতনতা ও প্রোটোকলের উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যতা বৃদ্ধি পেয়েছে।

মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক ড. আমিনুল আহসান সুপারিশ করেন যে, এনইএপি-এর প্রাসঙ্গিকতা বজায় রাখতে প্রতি তিন বছর অন্তর এটি পর্যালোচনা ও হালনাগাদ করা উচিত। তিনি পর্যালোচনায় সংশ্লিষ্ট সব অংশীদারদের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।

Advertisement

পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পানি বিজ্ঞান তথ্য ও বন্যা পূর্বাভাস বৃত্ত) মো. সাজ্জাদ হোসেন বলেন, স্থানীয় জ্ঞানকে এনইএপি কাঠামোর সঙ্গে সংযুক্ত করা খুবই গুরুত্বপূর্ণ। তিনি আন্তর্জাতিক সংস্থাগুলিকে কারিগরি সহায়তা প্রদানের আহ্বান জানান এবং আলোচনা পর্বে উল্লেখ করে বলেন, সাইলেজ পশু রক্ষায় কার্যকর উপায় হিসেবে প্রমাণিত হয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, অগ্রসক্রিয় পদক্ষেপ বাস্তবায়নে তথ্যগত ঘাটতি একটি বড় চ্যালেঞ্জ। সেজন্য সমন্বিত উদ্যোগ জরুরি।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, এনইএপি হালনাগাদ করার সময় স্থানীয় সম্প্রদায়ের প্রয়োজনের ভিত্তিতে আপডেট নিশ্চিত করা জরুরি।

তিনি স্বয়ংক্রিয় প্ল্যাটফর্মের মাধ্যমে পূর্বাভাস প্রচার ও তথ্য অ্যাক্সেস সহজ করার বিষয়টি উল্লেখ করে বলেন, ইমপ্যাক্ট-ভিত্তিক পূর্বাভাস ব্যবস্থার সম্ভাবনা রয়েছে, তবে তথ্যপ্রাপ্তি একটি বড় বাধা। তিনি একটি কেন্দ্রীয় তথ্যভিত্তিক প্ল্যাটফর্ম গঠনের প্রস্তাব দেন।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (মনিটরিং, ইনফরমেশন ও ম্যানেজমেন্ট) নিতাই চন্দ্র দে সরকার বলেন, দুটি বিশেষায়িত ওয়ার্কিং গ্রুপ গঠিত হয়েছে এবং একটি জেলা পর্যায়ের কনটিনজেন্সি পরিকল্পনা প্রস্তুত করা হয়েছে। এসব উদ্যোগ স্থানীয় পর্যায়ে প্রতিক্রিয়া সক্ষমতা বৃদ্ধি করতে সহায়ক হচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকল্প পরিচালক শাহ কামাল খান বলেন, এই কর্মশালা বাংলাদেশের দুর্যোগ প্রস্তুতি কাঠামো জোরদারে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তিনি পূর্বাভাস, আগাম পদক্ষেপ এবং জীবন রক্ষাকারী হস্তক্ষেপের ভিত্তিতে একটি আরও স্থিতিশীল ও অগ্রসক্রিয় ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। তিনি সকল অংশীদারকে নিবিড়ভাবে কাজ করার আহ্বান জানান।

ইউনাইটেড পারপাসের কান্ট্রি ডিরেক্টর শ্রীরামাপ্পা গঞ্চিকারা বলেন, জাতীয় কাঠামোর মধ্যে এনইএপি-কে প্রাতিষ্ঠানিকীকরণ ও বিস্তৃত করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি যাতে সময়মতো জীবন রক্ষাকারী তথ্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে পৌঁছাতে পারে।

টিটি/এমআইএইচএস/এএসএম