ভ্রমণ

২০ জুন এভারেস্ট আরোহণের গল্প বলবেন শাকিল

২০ জুন এভারেস্ট আরোহণের গল্প বলবেন শাকিল

গত ১৯ মে সকাল সাড়ে ৬টায় এভারেস্টের চূড়ায় আরোহণ করেন বাংলাদেশের পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল। সপ্তম বাংলাদেশি হিসেবে এভারেস্ট আরোহণের পর ২৯ মে দেশের মাটিতে পা রাখেন তিনি। তখন হোটেল রিজেন্সিতে সংবর্ধনার আয়োজন করে ‘সি টু সামিট’ অভিযানের পৃষ্ঠপোষক কোম্পানি প্রাণ গ্রুপ। ৩১ মে শাকিলের গ্রামের বাড়িতেও বিশাল সংবর্ধনার আয়োজন করে গ্রামবাসী।

Advertisement

এরপর পবিত্র ঈদুল আজহার ছুটিতে খুব বেশি আয়োজন করা হয়নি শাকিলকে নিয়ে। তবে এবার বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব (বিএমটিসি) আয়োজন করেছে সি টু সামিট নিয়ে সংবাদ সম্মেলনের। ২০ জুন সকাল সাড়ে ১০টায় বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেন্দিয়ার জাহেদ হাসান মিলনায়তনে শাকিল এভারেস্ট আরোহণের গল্প শোনাবেন।

এ সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি, ইউএনডিপি বাংলাদেশের হেব অব কমিউনিকেশন মো. আব্দুল কাইউম, প্রাণ এগ্রো লিমিটেডের জেনারেল ম্যানেজার (মার্কেটিং) তোষন পাল, লায়ন কল্লোল লিমিটেডের ডিরেক্টর মার্কেটিং তন্ময় দত্ত গুপ্ত।

আরও পড়ুন শাকিলের এভারেস্ট জয়ের অজানা অধ্যায়  এই পথচলা আমাদের জন্য গর্বের 

এভারেস্ট আরোহী এম এ মুহিতের তত্ত্বাবধানে সংবাদ সম্মেলনে শাকিল সি টু সামিটের চুম্বক অংশের ভিডিও সবার সামনে তুলে ধরবেন। বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের পক্ষে সাদিয়া সুলতানা সবাইকে সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

Advertisement

গত ২৫ ফেব্রুয়ারি কক্সবাজারের ইনানী সমুদ্রসৈকত থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেন ইকরামুল হাসান শাকিল। ১৯ মে নেপালের স্থানীয় সময় সকাল সাড়ে ৬টায় এভারেস্টের শিখরে আরোহণ করেন তিনি। ৮৪ দিনে কক্সবাজারের ইনানী সৈকত থেকে এভারেস্ট শিখর পর্যন্ত প্রায় ১,৩৭২ কিলোমিটার পথ হেঁটে এ অভিযান শেষ করেন।

সি টু সামিটের প্রধান পৃষ্ঠপোষক ছিল শীর্ষস্থানীয় ফুড ব্র্যান্ড ‘প্রাণ গ্রুপ’। স্ন্যাকস পার্টনার ছিল নুডলস ব্র্যান্ড ‘মিস্টার নুডলস’। রেডিও পার্টনার ছিল জাগো এফএম। নিউজ পার্টনার ছিল জাগোনিউজ২৪.কম। গিয়ার পার্টনার ছিল মাকালু-ই-ট্রেডার্স নেপাল। ওরাল হেলথ পার্টনার ছিল সিস্টেমা টুথব্রাশ।

এসইউ/জিকেএস

Advertisement