কুমিল্লায় আরও দুজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ছয়জনের করোনা শনাক্তের খবর পাওয়া গেছে।
Advertisement
বৃহস্পতিবার (১৯ জুন) সকালে কুমিল্লা জেলা সিভিল সার্জন আলী নুর মো. বশীর আহমেদ বিয়ষটি নিশ্চিত করেছেন।
আক্রান্তরা হলেন, নগরীর হাউজিং স্টেট এলাকার গৃহিণী সাজেদা আক্তার ও চকবার এলাকার আবির নামে এক শিক্ষার্থী।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় মোট ১২ রোগীর নমুনা সংগ্রহ করা হয়। তাদের মধ্যে দুজন শনাক্ত হয়েছেন।
Advertisement
এর আগে গত ১০ জুন করোনা শনাক্ত হয় জেলার চৌদ্দগ্রাম উপজেলার বঙ্গপুসকুনির আব্দুল মতিন (৭০)। ১২ জুন কুমিল্লা সিটির উজিরদিঘির পাড় এলাকার বাসিন্দা ডা. সানজিদা আক্তার (৩০), বুড়িচং উপজেলার হেলাল আহমেদ (৩৮) ও আদর্শ সদর উপজেলার আলেখারচর এলাকার ইবনে জুবায়েরের (৩৯)।
জাহিদ পাটোয়ারী/এএইচ/এএসএম