ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদের ঘনিষ্ঠ সহযোগী জাহাঙ্গীর হোসেনের ঢাকার উত্তরায় একটি প্লট জব্দের (ক্রোক) আদেশ দিয়েছে আদালত।
Advertisement
বৃহস্পতিবার (১৯ জুন) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ। দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
জব্দের আদেশ দেওয়া সম্পত্তি হলো- ঢাকার উত্তরার ৩ নম্বর সেক্টরের সাবেক ১৫ নম্বর রোডের ৪১ নম্বর প্লট ও তার স্থাপনা।
এদিন হারুনের সহযোগীর এ সম্পদ ক্রোক আদেশ চেয়ে আবেদন করেন দুদকের উপ-পরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীন।
Advertisement
আবেদনে বলা হয়, ‘ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে ডিবির সাবেক প্রধান হারুন অর রশীদের বিরুদ্ধে নিজ নামে, স্ত্রী শিরিন আক্তার ও নিকট ঘনিষ্ঠ আত্মীয়ের নামে দেশে বিদেশে ‘শত শত কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের’ অভিযোগের অনুসন্ধান চলছে।
অনুসন্ধান চলাকালে জানা গেছে, হারুনের ঘনিষ্ঠ সহযোগী জাহাঙ্গীর হোসেন এসব সম্পদ ‘বিক্রি বা হস্তান্তরের’ চেষ্টা করছেন। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে এসব সম্পদ ক্রোকের আদেশ দেওয়া প্রয়োজন।
এমআইএন/এমআরএম/এএসএম
Advertisement