বিনোদন

নোবেলকে জাতীয় বেয়াদব বললেন রবি চৌধুরী

নোবেলকে জাতীয় বেয়াদব বললেন রবি চৌধুরী

গায়ক মাইনুল আহসান নোবেল যেন বিতর্কের সমার্থক হয়ে দাঁড়িয়েছেন। সেই সঙ্গে তার নামের পেছনে বেয়াদব তকমাও লেগেছে। এবার এক কদম বাড়িয়ে তাকে ‘জাতীয় বেদয়াদব’ হিসেবে ঘোষণা দিয়েছেন শ্রোতানন্দিত গায়ক রবি চৌধুরী।

Advertisement

রবি চৌধুরী ‘বেয়াদব’ শিরোনামের একটি গান গেয়েছেন। সেই গান তার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লিখেছেন, ‘এই গানটি- নোবেল গ্রেফতার হয়ে আবার প্রমাণিত হলো, সত্যি সে জাতীয় বেয়াদব।’

এ গায়ক তার স্ট্যাটাসে বর্তমান প্রজন্মের কিছু গায়ক-গায়িকাদের উল্লেখ করে আরও লেখেন, ‘নতুন প্রজন্মের আরও যারা বেয়াদব আছেন, যারা সিনিয়রদের সম্মান করেন না তাদের গায়ে লাগবে এই গান। কিচ্ছু করার নেই। সময় থাকলে শুনে দেখুন। গায়ক গায়িকা না হয়ে সবাই শিল্পী হও।’

রবি চৌধুরীর শেয়ার করা এ গানের শুরুতে তিনি বলেন, ‘আমার এই গান আধুনিক জাতীয় বেয়াদবদের জন্য, যারা শিল্পী নামের কলঙ্ক’।

Advertisement

‘কেউ কি আছেরে ভাই, গুরুর কাছে গান শিখতে চাই/ গান বাজনা শেখার সাথে আদব কায়দাও শেখা চাই’ -এমন কথার গানে তিনি গায়কদের কেমন হওয়া উচিত, এখনকার শিল্পীদের আচার ব্যবহার কেমন তা তুলে ধরেছেন। গানটি রবি চৌধুরী তার ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন।

এদিকে গায়ক মাইনুল আহসান নোবেলের সঙ্গে ধর্ষণ মামলার বাদী ইডেন মহিলা কলেজের সাবেক শিক্ষার্থীর রেজিস্ট্রি কাবিনামামূলে বিয়ে সম্পাদনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। উভয়ের সম্মতি সাপেক্ষে এ বিয়ে সম্পাদন করে আদালতকে অবগত করার জন্য নির্দেশ দেওয়া হয় কারা কর্তৃপক্ষকে।

আরও পড়ুন গায়ক নোবেলের বিরুদ্ধে ফারজান আরশির বিস্ফোরক অভিযোগ  কারাগারে গায়ক নোবেল 

বুধবার (১৮ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে নোবেলের আইনজীবী একটি আবেদন করেন। আবেদনে বলা হয়, মামলার আসামি নোবেল গত ২০ মে হতে জেলহাজতে আটক আছেন। যেহেতু বাদী ও আসামির মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হওয়ায় বাদী মামলাটি দায়ের করেছেন, মামলার বাদী ও আসামি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে ইচ্ছুক; সেহেতু জেলহাজতে আসামি ও বাদীর বিয়ের অনুমতি প্রদান করা একান্ত আবশ্যক। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

এমএমএফ/জিকেএস

Advertisement