ইরাকের প্রখ্যাত শিয়া ধর্মীয় নেতা গ্র্যান্ড আয়াতুল্লাহ আলি আল-সিস্তানি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইরানের ধর্মীয় ও রাজনৈতিক শীর্ষ নেতৃত্বকে টার্গেট করা হলে গোটা অঞ্চলে ভয়াবহ পরিণতি ডেকে আনবে।
Advertisement
তিনি বলেন, এ ধরনের পদক্ষেপ পুরো অঞ্চলে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, যা এই অঞ্চলের মানুষের দুর্ভোগ আরও বাড়াবে এবং সবার স্বার্থের মারাত্মক ক্ষতি করবে।
তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এই অন্যায্য যুদ্ধ বন্ধ করতে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করতে বিশ্বকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে।
এদিকে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘরিবাবাদী যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলকে সমর্থন দিয়ে সক্রিয়ভাবে হস্তক্ষেপ করে তবে ইরানের হাতে আর কোনো পথ থাকবে না। সেক্ষেত্রে আমরা আমাদের অস্ত্র ব্যবহার করবো, আগ্রাসীদের শিক্ষা দেবো ও নিজেদের রক্ষা করবো।
Advertisement
তিনি আরও বলেন, আমাদের যুক্তরাষ্ট্রের প্রতি পরামর্শ হলো—যদি ইসরায়েলের আগ্রাসন থামাতে না পারে, অন্তত পাশে দাঁড়িয়ে থাকুক।
ইরানের সামরিক সিদ্ধান্ত গ্রহণকারীদের হাতে সব ধরনের বিকল্প প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
সূত্র: আল-জাজিরা
এমএসএম
Advertisement