পাবনার ঈশ্বরদীতে মোটরসাইকেল চালিয়ে স্ত্রী-সন্তানকে নিয়ে শ্বশুরবাড়ি যাওয়ার পথে কাভার্ডভ্যানের ধাক্কায় বিল্লাল হোসেন প্রামাণিক (৪৫) নামের এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী ও দুই সন্তান গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
Advertisement
বৃহস্পতিবার (১৯) ঈশ্বরদী-পাবনা মহাসড়কের দাশুড়িয়া সুগার মিলের সামনে এ ঘটনা ঘটে।
নিহত বিল্লাল হোসেন উপজেলার সলিমপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি ওই ইউনিয়নের ভাড়ইমারী মাথালপাড়া গ্রামের মৃত মতিয়ার রহমান প্রামাণিকের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, মোটরসাইকেল চালিয়ে বিল্লাল হোসেন স্ত্রী রুপালি বেগম (৩৭), ছেলে তানজিল (১০) ও মেয়ে বুশরাকে (১৪) নিয়ে শ্বশুরবাড়ি বেড়াতে যাচ্ছিলেন। পাবনা সুগার মিলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বিল্লাল হোসেনের মৃত্যু হয়। এ ঘটনায় স্ত্রী ও দুই সন্তানকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Advertisement
পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান বলেন, দুর্ঘটনার পর চালকসহ ঘাতক কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
শেখ মহসীন/এসআর/জেআইএম