দেশজুড়ে

শ্বশুর হত্যার দায়ে পুত্রবধূর যাবজ্জীবন

শ্বশুর হত্যার দায়ে পুত্রবধূর যাবজ্জীবন

কুমিল্লার লাকসামে শ্বশুর হত্যার দায়ে পুত্রবধূ তাসলিমা আক্তারকে (৪১) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

Advertisement

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক ফরিদা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত তাসলিমা লাকসাম উপজেলার আশকামতা গ্রামের মো. বিল্লাল হোসেনের স্ত্রী। নিহত চান মিয়া স্থানীয় একটি মসজিদের মোয়াজ্জেমের দায়িত্ব পালন করতেন।

আদালত সূত্র জানায়, নিহত চান মিয়ার ছেলে মো. বিল্লাল হোসেন ঢাকায় একটি কারখানায় চাকরি করার সুবাদে তিনি সেখানে থাকতেন। সেই সুযোগে তার স্ত্রী তাসলিমা পরকীয়া প্রেম জড়িয়ে পড়েন। বিষয়টি জানতে পেরে পুত্রবধূকে বাধা দেওয়া হয়। এতে ২০১৪ সালের ১০ জুলাই রাতে ধারালো ছুরি দিয়ে বুকে আঘাত করে এবং ব্লেড দিয়ে শ্বশুর চান মিয়ার পুরুষাঙ্গ কেটে হত্যা করেন।

Advertisement

এ ঘটনায় ওই বছরের পরদিন ১১ জুলাই লাকসাম থানায় নিহত চান মিয়ার আপর ছেলে মো. বাবুল মিয়া একটি হত্যা মামলা করেন।

এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. এনামুল হক ২০১৪ সালের ১০ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

২০১৫ সালের ২৯ মার্চ আসামির বিরুদ্ধে চার্য গঠন হয়। এরপর ডজনখানেক সাক্ষীর সাক্ষ্য শেষে এবং আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

জাহিদ পাটোয়ারী/জেডএইচ/জিকেএস

Advertisement