জাতীয়

কোনো শিশুই ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত থাকবে না

কোনো শিশুই ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত থাকবে না

কোমলমতি শিশুরা জাতির ভবিষ্যৎ উল্লেখ করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, তাদের স্কুলে যাওয়া উচিত। মোটর গ্যারেজ, ইটভাটা, বাসা বা দোকানে কাজ করা নয়। শিশুশ্রম শব্দটাই বাংলাদেশ থেকে মুছে ফেলতে হবে।

Advertisement

বৃহস্পতিবার (১৯ জুন) রাজধানীর হাজারীবাগের বালুর মাঠে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এবং ইডিইউসিও আয়োজিত ‘শিশুশ্রম প্রতিরোধ দিবস ২০২৫’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শ্রম সচিব বলেন, ঢাকা ও অন্যান্য শহরে অনেক পথশিশু (টোকাই) নেশাসহ নানা ঝুঁকিতে রয়েছে। সরকার তাদের স্কুলমুখী করতে প্রাথমিক শিক্ষা অবৈতনিক করেছে এবং উপবৃত্তি দিচ্ছে। আমাদের লক্ষ্য, কোনো শিশুই যেন ঝুঁকিপূর্ণ কাজে না থাকে।

তিনি শিশুদের উদ্দেশ্যে বলেন, তোমাদের এ বয়সে স্কুলে যাওয়া, খেলাধুলা ও আনন্দ করার কথা, কাজ করার নয়।

Advertisement

ইডিইউসিও’র প্রকল্প পরিচালক আফজাল করিম খান বলেন, ২০১৮ থেকে আমরা শিশুশ্রম বন্ধে কাজ করছি। কর্মজীবী শিশুদের জন্য বিশেষ স্কুল চালু করেছি।

ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মো. শহীদুজ্জামান বলেন, শিশুশ্রম বন্ধে সামাজিক আন্দোলন জরুরি। আমাদের লক্ষ্য, শিশুশ্রম শূন্যে নামিয়ে আনা।

অনুষ্ঠানে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।

এমএএস/এমএএইচ/জেআইএম

Advertisement