জাতীয়

সারদায় প্রশিক্ষণের জন্য ৫৪৬ প্রার্থীর তালিকা প্রকাশ

সারদায় প্রশিক্ষণের জন্য ৫৪৬ প্রার্থীর তালিকা প্রকাশ

বাংলাদেশ পুলিশে ২০২৫ সালের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগের লক্ষ্যে মৌলিক প্রশিক্ষণের জন্য মনোনীত ৫৪৬ জন প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (১৯ জুন) পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (ট্রেনিং-২) মোছা. শেহেলা পারভীন এর সই করা এক স্বারকে এ তালিকা প্রকাশ করা হয়।

এতে বলা হয়, ২০২৫ সালের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) হিসেবে প্রাথমিকভাবে সুপারিশকৃত প্রার্থীদের মধ্যে রাজারবাগ কেন্দ্রীয় হাসপাতাল থেকে প্রাপ্ত স্বাস্থ্য পরীক্ষার ফলাফল ও রেঞ্জ থেকে প্রাপ্ত পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদনের ভিত্তিতে রাজশাহীর সারদা বাংলাদেশ পুলিশ একাডেমিতে এক বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণের জন্য ৫৪৬ জনের তালিকা প্রকাশ করা হলো।

তালিকাভুক্ত ৫৪৬ জন প্রার্থীর মধ্যে ঢাকা বিভাগের ১৪৯ জন, চট্টগ্রামের ৬৯ জন, রাজশাহীর ৮৫ জন, খুলনার ৬৮ জন, বরিশালের ২৮ জন, সিলেটের ৩ জন, রংপুরের ১০৪ জন এবং মংমনসিংহের ৪০ জন প্রার্থী রয়েছেন।

Advertisement

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মনোনীত প্রার্থীদের আগামী ৭ জুলাই বিকেল ৪টার মধ্যে সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে উপস্থিত থাকার প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য অনুরোধ করা হলো। মনোনীত প্রার্থীদের আগামী ৮ জুলাই থেকে সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি ১ বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপালকে নির্দেশক্রমে নির্দেশনা দেওয়া হলো।

মনোনীত প্রার্থীদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

টিটি/এএমএ/জিকেএস

Advertisement