৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
Advertisement
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিনের সই করা নির্দেশনায় বলা হয়েছে, ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে যারা ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার্থী কিংবা ৪৭তম ও ৪৮তম বিসিএসে আবেদন করেছেন, তাদের নিম্নোক্ত গুগল ফর্মের মাধ্যমে ফর্মে চাওয়া তথ্যাদি (ইংরেজিতে) সঠিকভাবে পূরণপূর্বক আগামী ৩০ জুনের মধ্যে দাখিল করতে নির্দেশক্রমে অনুরোধ করা হচ্ছে।
এর আগে বুধবার (১৮ জুন) রাত ১০টার দিকে ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল করা হয়। এতে উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ৫৫৮ জন।
২০২২ সালের ৩০ নভেম্বর ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে আবেদন করেন তিন লাখ ৪৬ হাজার পরীক্ষার্থী।
Advertisement
আবেদন প্রক্রিয়া শেষে ২০২৩ সালের ১৯ মে এ বিসিএসের প্রিলিমিনারি টেস্ট নেওয়া হয়। প্রিলিতে অংশ নেন দুই লাখ ৬৮ হাজার ১১৯ জন।
পরীক্ষা নেওয়ার ১৭ দিনের মধ্যে প্রিলির ফল প্রকাশ করা হয়। এতে পাস করেন ১২ হাজার ৭৮৯ জন প্রার্থী। এরপর একই বছরের ২৭ নভেম্বর লিখিত পরীক্ষা শুরুর ঘোষণা দেওয়া হয়েছিল।
তবে দ্বাদশ জাতীয় নির্বাচনের ডামাডোলের মধ্যে নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে প্রার্থীরা তখন পরীক্ষা পেছানোর দাবি জানান। প্রার্থীদের দাবির মুখে পরীক্ষা পিছিয়ে ২০২৪ সালের জানুয়ারিতে নেওয়া হয়।
গত বছরের ২৩ জানুয়ারি লিখিত পরীক্ষা শুরু হয়, যা শেষ হয় ৩১ জানুয়ারি। এরপর ফল প্রকাশ করতে সাড়ে ১৬ মাস লেগেছে পিএসসির।
Advertisement
বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী— ৪৫তম বিসিএসের মাধ্যমে মোট দুই হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে। আর নন-ক্যাডারে নেওয়া হবে ১ হাজার ২২ জন।
এএএইচ/এমএএইচ/জেআইএম