আন্তর্জাতিক

আবারও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান: ইসরায়েলি সেনাবাহিনী

আবারও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান: ইসরায়েলি সেনাবাহিনী

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা আবারও ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে সেসব ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে কাজ করছে। সেই সঙ্গে তারা জনগণকে নিরাপদ স্থানে থাকার নির্দেশ দিয়েছে।

Advertisement

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, আমরা ইরান থেকে ইসরায়েলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছি। প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সেগুলো প্রতিহত করতে কাজ করছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনগণকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হচ্ছে।

এর আগে বৃহস্পতিবার (১৯ জুন) সকালে ইসরায়েলের বিরসেভা শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ক্ষেপণাস্ত্রগুলো শহরের সোরোকা হাসপাতাল ও মধ্য ইসরায়েলের একটি বেসামরিক জনবসতিতে আঘাত হানে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইরানের এই হামলায় অন্তত ১৩৭ জন বেশি মানুষকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। অন্যদিকে, ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থা মেগান ডেভিড অ্যাডমের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইরানের হামলায় বৃহস্পতিবার (১৯ জুন) ইসরায়েলে ৮৯ জন আহত হয়েছেন। বাণিজ্যিক রাজধানী তেল আবিব ও ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলায় আহত হন তারা।

Advertisement

জর্ডান থেকে আল জাজিরার প্রতিবেদক জানান, হাসপাতালটি সরাসরি লক্ষ্যবস্তু না হলেও পাশে থাকা একটি সামরিক স্থাপনায় আঘাতের পর সেই বিস্ফোরণের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থাও দাবি করেছে, লক্ষ্য ছিল হাসপাতালের পাশের একটি ‘সংবেদনশীল’ সামরিক ও গোয়েন্দা স্থাপনা, যা সোরোকা হাসপাতালের পাশে গাভ-ইয়াম প্রযুক্তি পার্কে অবস্থিত। সোরোকা হাসপাতালটি বর্তমানে গাজা যুদ্ধক্ষেত্র থেকে আহত সেনাদের চিকিৎসায় ব্যবহৃত হয় বলে জানা যায়।

সূত্র: আল জাজিরা, এএফপি

এসএএইচ

Advertisement