বিনোদন

জন্মদিন আজ, কোথায় শাকিব খানের নায়িকা সাহারা

জন্মদিন আজ, কোথায় শাকিব খানের নায়িকা সাহারা

ঢালিউড তারকা শাকিব খানের নায়িকা হিসেবে পর্দায় দেখা গিয়েছিল সাহারাকে। অভিনয় করেছেন ঢালিউডের পঞ্চাশোর্ধ সিনেমায়। অভিনেত্রী সাহারা আজ লোকচক্ষুর অন্তরালে। জন্মদিনে ফিরে তাকানো যাক তার ক্যারিয়ারে। কোথায় আছেন তিনি, সিনেমা ছেড়ে কী করছেন তিনি?

Advertisement

কঠোর পরিশ্রম, অভিনয়ের প্রতি ভালোবাসা তাকে অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা করেছে ঢালিউডে। প্রায় ৬০টি সিনেমায় অভিনয় করেছেন সাহারা। ‘প্রিয়া আমার প্রিয়া’ ছবিতে শাকিব খানের নায়িকা হিসেবে অভিনয় করা সাহারা আর অভিনয়ে ফিরবেন না, সে কথা আগেই জানিয়েছিলেন তার স্বামী মাহবুবুর রহমান মনির!

শৈশব থেকে নাচের প্রতি আগ্রহ তৈরি হয় সাহারার। আজিজ রেজা ডান্স একাডেমিতে প্রশিক্ষণ নেন নাচের। পারফর্মিং আর্টসে আগ্রহ দেখে ১৫ বছর বয়সে অভিনয় শুরু করেন তিনি। ২০০৪ সালে শাহাদাত হোসেন লিটনের ‘রুখে দাড়াও’ ছবির মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় সাহারার। প্রথম ছবিতে নজর কাড়তে পারেননি। পরে ‘প্রিয়া আমার প্রিয়া’ ছবিতে পেয়ে যান ব্যাপক সাফল্য। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি সাহারাকে। পুরো ক্যারিয়ারে শাকিবের সঙ্গেই সব থেকে বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি।

বলা হয়ে থাকে, কমার্শিয়াল ছবির জন্য সাহারা ছিলেন সেরা পছন্দ। সে কারণেই শাকিবের সঙ্গে তার বেশি ছবি। এ জুটির উল্লেখযোগ্য ছবি ‘ভাড়াটে খুনি’, ‘ভালোবেসে মরতে পারি’, ‘খোদার পরে মা’, ‘সন্তানের মতো সন্তান’, ‘আমাদের ছোট সাহেব’, ‘টাইগার নাম্বার ওয়ান’, ‘ডন নাম্বার ওয়ান’, ‘বস নাম্বার ওয়ান’, ‘মাই নেম ইজ সুলতান’, ‘আমার চ্যালেঞ্জ’, ‘প্রেম কয়েদি’, ‘সাহেব নামে গোলাম’। শাকিব খান ছাড়াও নিরব এবং মারুফের সঙ্গেও জুটি বেঁধেছিলেন এই অভিনেত্রী।

Advertisement

কোথায় আছেন সাহারা? ‘প্রিয়া আমার প্রিয়া’ ছবির পরিচালক বদিউল আলম খোকন জাগো নিউজকে জানান, সাহারা এখন মনোযোগ দিয়ে সংসার করছেন। পাশাপাশি করছেন কাপড়ের ব্যবসা। রাজধানীর গুলশান ও বনানীর দুটি শপিং মলে তার নিজ নামে দোকান রয়েছে। সেখানেই দিনের অধিকাংশ সময় ব্যয় করেন এই অভিনেত্রী।

গত ৯ বছরেরও বেশি সময় ধরে চলচ্চিত্র থেকে দূরে সরে আছেন সাহারা। এমনকি দেখা যায় না চলচ্চিত্র অঙ্গনসংশ্লিষ্ট কোনো আয়োজনেও। ক্যারিয়ারের মধ্যগগনে এসে ২০১৫ সালের মে মাসে ‘ঢাকা টু বোম্বে’ ছবির প্রযোজক মাহবুবুর রহমান মনিরকে বিয়ে করেন তিনি। এর দুই বছরের মাথায় হঠাৎ যেন চলচ্চিত্র অঙ্গন থেকে বিদায় নেন এই অভিনেত্রী। সাহারাকে সর্বশেষ দেখা যায় ২০১৭ সালে মুক্তি পাওয়া ‘তোকে ভালোবাসতেই হবে’ ছবিতে। সেখানে তার নায়ক ছিলেন জায়েদ খান।

এমআই/আরএমডি

Advertisement