খেলাধুলা

হকির কন্ডিশনাল ক্যাম্পে ডাক পেলেন ৩৬ জন

হকির কন্ডিশনাল ক্যাম্পে ডাক পেলেন ৩৬ জন

জাতীয় দলের খেলা নেই। খেলা নেই ঘরোয়া হকিতেও। তাই সিনিয়র খেলোয়াড়দের ফিটনেস ধরে রাখতে বাংলাদেশ হকি ফেডারেশন ১৩ দিনের কন্ডিশনিং ক্যাম্প আয়োজন করছে। আগামী ১২ থেকে ২৪ জুলাই এই কন্ডিশনিং ক্যাম্প হবে মওলানা ভাসানী স্টেডিয়ামে।

Advertisement

এই ক্যাম্পের জন্য ৩৬ জন খেলোয়াড়ের নাম ঘোষণা করেছে হকি ফেডােরেশন। ১২ জুলাই সকাল থেকে শুরু হবে অনুশীলন। ওইদিন সকাল ৭টায় ডাক পাওয়া খেলোয়াড়দের রিপোর্ট করতে বলেছে ফেডারেশন।

গত এপ্রিলে জাতীয় হকি দল সর্বশেষ খেলেছে ইন্দোনেশিয়া এএইচএফ কাপ। এশিয়া কাপে খেলার বাছাইও ছিল এই প্রতিযোগিতা। বাংলাদেশ সেমিফাইনালে ওমানের কাছে ৫-৪ গোলে হেরে প্রথমবারের মতো ছিটকে যায় এশিয়া কাপে খেলার সুযোগ থেকে।

৩৬ জনের ক্যাম্পগোলরক্ষক: বিপ্লব কুজুর, নুরুজ্জামান নয়ন, আবু সাইদ নিপ্পন, সজিবুর রহমান।রক্ষণভাগ: রামিম হোসেন, প্রিতম রায়, হুজাইফা হোসেন, রেজাউল করীম বাবু, মেহরাব হাসান সামিন, আমান শরিফ অভয়, রাব্বি হোসেন, মেহেদী হাসান, সোহানুর রহমান সবুজ, ফুরহাদ আহমেদ সিটুল, আশরাফুল ইসলাম, খালেদ মাহমুদ রাকিন, মনোজ বাবু।মধ্যমাঠ: আবেদ উদ্দিন, শাহিদুর রহমান সাজু, তৈয়ব আলী, রাজু আহমেদ তপু, নাইম উদ্দিন, আল নাহিয়ান শুভ, রোমান সরকার, ফজলে হোসেন রাব্বি, সারোয়ার হোসেন। আক্রমণভাগ: পুস্কার ক্ষিসা মিমো, রকিবুল হাসান রাকিব, আরশাদ হোসেন, তাসিন আলী, দ্বিন ইসলাম ইমন, মাহবুব হোসেন, মাইনুল ইসলাম, মিলন হোসেন, হাসান যুবায়ের নিলয়।

Advertisement

আরআই/এমএমআর/জেআইএম