আন্তর্জাতিক

ইউরোপে বৈঠকে বসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইউরোপে বৈঠকে বসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আগামীকাল (২০ জুন) জেনেভায় বৈঠকে বসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

Advertisement

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাসের সঙ্গেও তার দেখা করার কথা রয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ।

ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ইরানি প্রতিনিধি দলের বৈঠক নিয়ে সামাজিক মাধ্যমে নানা আলোচনার পর আব্বাস আরাঘচি এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেন।

এএফপি জানিয়েছে, এই বৈঠকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করবেন আরাঘচি।

Advertisement

এদিকে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় ধারাবাহিকভাবে হামলা চলাচ্ছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রও ইরানের ওপর হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘরিবাবাদী যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন।

তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলকে সমর্থন দিয়ে সক্রিয়ভাবে হস্তক্ষেপ করে তবে ইরানের হাতে আর কোনো পথ থাকবে না। সেক্ষেত্রে আমরা আমাদের অস্ত্র ব্যবহার করবো, আগ্রাসীদের শিক্ষা দেবো ও নিজেদের রক্ষা করবো।

তিনি আরও বলেন, আমাদের যুক্তরাষ্ট্রের প্রতি পরামর্শ হলো—যদি ইসরায়েলের আগ্রাসন থামাতে না পারে, অন্তত পাশে দাঁড়িয়ে থাকুক।

ইরানের সামরিক সিদ্ধান্ত গ্রহণকারীদের হাতে সব ধরনের বিকল্প প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

Advertisement

সূত্র: আল-জাজিরা

এমএসএম