স্বাস্থ্য

করোনায় সংক্রমণের হার স্থিতিশীল, ২৪ ঘণ্টায় ২৮ জন

করোনায় সংক্রমণের হার স্থিতিশীল, ২৪ ঘণ্টায় ২৮ জন

সারাদেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়লেও করোনা সংক্রমণের হার স্থিতিশীল। গেল ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ২৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। ৩৮৩ জনের নমুনা পরীক্ষায় ২৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়। ১৮ জুনও আক্রান্তের সংখ্যা ২৮ জন ছিল।

Advertisement

বৃহস্পতিবার (১৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৩৮৩টি নমুনা পরীক্ষায় ২৮ জনের করোনা শনাক্ত হয়। তাদের মধ্যে ১১ জন ঢাকা বিভাগে (মহানগরসহ), চট্টগ্রাম বিভাগে ১২ জন, রাজশাহী বিভাগে দুইজন, খুলনা বিভাগে তিনজন রয়েছেন। তবে, এসময়ে কারো মৃত্যু হয়নি।

এদিকে, গত ১ জানুয়ারি থেকে ১৯ জুন পর্যন্ত দেশে চার হাজার ৬৬০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৩৮৭ জন। মারা গেছেন সাতজন।

Advertisement

এসইউজে/এমএএইচ/জেআইএম