দিনাজপুর মেডিকেল কলেজে শনিবার (২১ জুন) থেকে করোনা ভাইরাস পরীক্ষা শুরু হবে। পিসিআর মেশিনে এই পরীক্ষা হবে। প্রাথমিকভাবে ৪০০টি করোনা শনাক্তকরণ কিট পেয়েছে দিনাজপুর মেডিকেল কলেজ।
Advertisement
অপরদিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিকভাবে ৫০ শয্যার আইসোলেশন ওয়ার্ড এবং ১০টি আইসিইউ বেড প্রস্তুতের কাজ চলছে।
২০২২ সালের ৮ অক্টোবর থেকে দিনাজপুর করোনা সংক্রমণের হার শূন্যের কোঠায় নেমে আসতে থাকে। প্রায় তিন বছর ধরে এই অঞ্চলে করোনা শনাক্তের হার শূন্যের কোঠায় রয়েছে।
তবে রংপুর বিভাগের মধ্যে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত হয় দিনাজপুর জেলার মানুষ। মারাও যায় বেশি। এ জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩৪১ জন মারা গেছেন। দ্বিতীয় সর্বোচ্চ ৩০৪ জনের মৃত্যু হয়েছে রংপুর জেলায়।
Advertisement
সে কারণে দিনাজপুর জেলাকে বিশেষ গুরুত্ব দিয়ে করোনা ভাইরাস মোকাবিলার প্রস্তুতি নেওয়া হয়েছে।
দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক সেখ সাদেক আলী বলেন, আমাদের পিসিআর ল্যাব প্রস্তুত। স্যাম্পল পেলেই করোনা শনাক্তের পরীক্ষা শুরু হয়ে যাবে।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. ফজলুর রহমান জানান, হাসপাতালে ৫০ শয্যার আইসোলেশন ওয়ার্ড এবং ১০টি বেতের আইসিইউ বেড প্রস্তুতের কাজ চলছে। তবে পুরোপুরি এখনই চালু হচ্ছে না, আপাতত ২০ শয্যার আইসোলেশন ওয়ার্ড এবং ২ শয্যার আইসিইউ নিয়ে করোনা ওয়ার্ড চালু হবে। বুথ রেডি হয়ে গেছে। শনিবার থেকে করোনার টেস্ট চালু হয়ে যাবে।
দিনাজপুরের ডেপুটি সিভিল সার্জন ডা. শাহ মুহাম্মদ শরিফ জানান, দিনাজপুরে এখন পর্যন্ত কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। আমাদের সব প্রস্তুতি রয়েছে। ৬০ ঊর্ধ্ব ব্যক্তিদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে।
Advertisement
এমদাদুল হক মিলন/জেডএইচ/জেআইএম