ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ইসরায়েলের বিরুদ্ধে নতুন ও সমন্বিত ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলার ১৫তম ধাপ শুরু করার ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যায় দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এই তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
Advertisement
আইআরজিসি জানিয়েছে, হাইফা ও তেল আবিবে অবস্থিত সামরিক ও সামরিক শিল্প সম্পর্কিত স্থাপনার ওপর একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু হয়েছে।
বাহিনীটি আরও জানায়, নতুন হামলায় ১০০টিরও বেশি কমব্যাট ও ‘সুইসাইড (আত্মঘাতী) ড্রোন’ ছোড়া হয়েছে। এগুলোর লক্ষ্য হলো- ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাসহ মূল সামরিক স্থাপনাগুলো।
আইআরজিসি’র বিবৃতির শেষাংশে স্পষ্টভাবে বলা হয়েছে, ইসরায়েল যদি হামলা অব্যাহত রাখে, তাহলে ইরানের হামলার মাত্রা আরও বাড়বে। আমাদের পরবর্তী লক্ষ্য সামরিক ও সামরিক শিল্পভিত্তিক আরও গভীর অবকাঠামো।
Advertisement
এর আগে, প্রায় একই সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইসরায়েলি সেনাবাহিনী জানায়, আমরা ইরান থেকে ইসরায়েলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছি। প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সেগুলো প্রতিহত করতে কাজ করছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনগণকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হচ্ছে।
এর আগে বৃহস্পতিবার (১৯ জুন) সকালে ইসরায়েলের বিরসেভা শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ক্ষেপণাস্ত্রগুলো শহরের সোরোকা হাসপাতাল ও মধ্য ইসরায়েলের একটি বেসামরিক জনবসতিতে আঘাত হানে।
বিশ্লেষকরা বলছেন, আকাশপথে এই ধরনের একযোগে আক্রমণ ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা ও প্রস্তুতির জন্য বড় পরীক্ষা হয়ে দাঁড়াচ্ছে।
সূত্র: আল জাজিরা
Advertisement
এসএএইচ