আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৯ জুন ২০২৫

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৯ জুন ২০২৫

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

Advertisement

ভারতকে রোহিঙ্গাদের বাংলাদেশ সীমান্তে ঠেলে দেওয়া বন্ধের আহ্বান

ভারতকে অবিলম্বে রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশ সীমান্তে ঠেলে দেওয়া বন্ধের আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। একইসঙ্গে মানবাধিকার সংস্থাটি ভারতকে রোহিঙ্গা শরণার্থীদের সীমান্তে ঠেলে না দিয়ে আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী সুরক্ষা দেওয়ার আহ্বানও জানিয়েছে।

ইসরায়েলের বিরুদ্ধে ১৫তম ধাপে হামলা শুরুর ঘোষণা ইরানের

বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, ইসরায়েলের হাইফা ও তেল আবিবে অবস্থিত সামরিক ও সামরিক শিল্প সম্পর্কিত স্থাপনার ওপর একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু হয়েছে। নতুন এই হামলায় ১০০টিরও বেশি কমব্যাট ও ‘সুইসাইড (আত্মঘাতী) ড্রোন’ ছোড়া হয়েছে। এগুলোর লক্ষ্য হলো- ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাসহ মূল সামরিক স্থাপনাগুলো।

ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি

ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড ও গোয়েন্দা সদর দপ্তর (আইডিএফ সি৪আই) এবং সামরিক গোয়েন্দা শিবির লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বৃহস্পতিবার (১৯ জুন) ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আইআরএনএ এ তথ্য জানিয়েছে। ইসরায়েলের এই ঘাঁটিগুলো বেইর শেভায় অবস্থিত গাভ-ইয়াম টেকনোলজি পার্কের ভেতরে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

Advertisement

খামেনিকে হত্যা করাটাই এখন যুদ্ধের লক্ষ্য

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেন, খামেনির মতো মানুষ সবসময় এজেন্টদের মাধ্যমে ইসরায়েলকে ধ্বংস করতে চেয়েছে। যে ব্যক্তি আমাদের ওপরে সরাসরি হামলার নির্দেশ দেয়, সে যেন বেঁচে না থাকে- এটাই হওয়া উচিত। এই মানুষটিকে থামানো ও শেষ করা এখন আমাদের সামরিক অভিযানের অংশ।

ইরানে হামলা করা থেকে ট্রাম্পকে সরে আসার আহ্বান স্টারমারের

ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ থেকে সরে আসতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। তিনি বলেছেন, এখানে সংঘাত ‘বৃদ্ধির বড় ঝুঁকি’ রয়েছে। সেই সঙ্গে তিনি সব পক্ষকে কূটনৈতিক সমাধান খোঁজার আহ্বান জানিয়েছেন।

আবারও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান: ইসরায়েলি সেনাবাহিনী

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, আমরা ইরান থেকে ইসরায়েলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছি। প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সেগুলো প্রতিহত করতে কাজ করছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনগণকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হচ্ছে।

পুতিনের সঙ্গে কথা বললেন শি জিনপিং, যুদ্ধবিরতি সর্বোচ্চ অগ্রাধিকার

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এক টেলিফোনালাপে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানিয়েছেন, ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান যুদ্ধ বন্ধ করাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার। চীনের প্রেসিডেন্ট বলেন, যুদ্ধবিরতি ও সংঘাত বন্ধ করাই এখন সবচেয়ে জরুরি বিষয়। আন্তর্জাতিক বিরোধের সমাধান সশস্ত্র সংঘাত দিয়ে সম্ভব নয়।

Advertisement

‘সম্ভাব্য যুদ্ধের’ প্রস্তুতিতে তুরস্ক, সীমান্তে নজরদারি জোরদার

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি গোপন সূত্রের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তুরস্ক বর্তমানে বহুস্তরবিশিষ্ট ও সমন্বিত আকাশ এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়নে কাজ করছে, যেখানে দেশীয় প্রযুক্তিতে তৈরি রাডার ও অস্ত্রব্যবস্থা ব্যবহৃত হচ্ছে। এর লক্ষ্য হলো, উচ্চ পর্যায়ের যুদ্ধ প্রস্তুতি নিয়ে রাখা।

স্টুডেন্ট ভিসা ফের চালু করছে যুক্তরাষ্ট্র, তবে থাকছে শর্ত

মার্কিন পররাষ্ট্র দপ্তর ঘোষণা করেছে, তারা আবারও আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ শুরু করছে। তবে এবার থেকে সব আবেদনকারীর সামাজিক যোগাযোগমাধ্যম (সোশ্যাল মিডিয়া) অ্যাকাউন্ট প্রকাশ্যে রাখতে হবে ও এ নিয়ে বাড়তি যাচাই-বাছাই করা হবে। সরকারি কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ঘেঁটে দেখে কোনো ধরনের বিদ্বেষমূলক মনোভাব আছে কি না- বিশেষ করে যুক্তরাষ্ট্রের নাগরিক, সংস্কৃতি, সরকার, প্রতিষ্ঠান কিংবা দেশটির প্রতিষ্ঠার মূলনীতির প্রতি।

এসএএইচ/জেআইএম