আন্তর্জাতিক

তেহরানে অস্ট্রেলিয়ার দূতাবাস বন্ধ ঘোষণা

তেহরানে অস্ট্রেলিয়ার দূতাবাস বন্ধ ঘোষণা

নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটায় ইরানের রাজধানী তেহরানে অবস্থিত অস্ট্রেলিয়ার দূতাবাস বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ইরানে নিযুক্ত অস্ট্রেলীয়ার সব কর্মীকে সেখান থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়ং এসব তথ্য জানিয়েছেন। শুক্রবার (২০ জুন) ভোরে আল জাজিরা এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়ং এক বিবৃতিতে বলেন, এই সংকটে সরকারের সহায়তা অব্যাহত রাখতে ইরানে নিযুক্ত অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত এই অঞ্চলেই অবস্থান করবেন।

তিনি বলেন, আমরা অস্ট্রেলীয় নাগরিকদের ইরান ছাড়তে সহযোগিতা করার পরিকল্পনা করছি এবং অংশীদার দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছি।

Advertisement

এদিকে তেহরানে দূতাবাস বন্ধ করলেও অস্ট্রেলিয়া তাদের নাগরিকদের ইরান ছাড়তে সহায়তা করার জন্য আজারবাইজানে কনস্যুলার কর্মী মোতয়েন করবে বলে জানানো হয়েছে।

ইএ