খেলাধুলা

বাংলাদেশের কাছাকাছি এসে মধ্যাহ্নভোজে শ্রীলঙ্কা

বাংলাদেশের কাছাকাছি এসে মধ্যাহ্নভোজে শ্রীলঙ্কা

গল টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশের কাছাকাছি চলে এসেছে শ্রীলঙ্কা। মাত্র ৩০ রান দূরে থেকে মধ্যাহ্নবিরতিতে গেছে স্বাগতিকরা। চতুর্থ দিনের প্রথম সেশন শেষে লঙ্কানদের সংগ্রহ ৬ উইকেটে ৪৬৫ রান। কামিন্দু মেন্ডিস ৮৩ আর মিলান রত্নায়েকে ৩৮ রানে অপরাজিত আছেন। এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ৪৯৫ রান।

Advertisement

আজ শুক্রবার ৪ উইকেটে ৩৬৮ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। উইকেটে আসেন গতকালের অপরাজিত দুই ব্যাটার কামিন্দু মেন্ডিস ও ধনাঞ্জয়া ডি সিলভা।

দিনের শুরুতেই শ্রীলঙ্কার অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভাকে আউট করেন নাঈম হাসান। দিনের তৃতীয় ওভারের শেষ বলে ধনাঞ্জয়াকে উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচ বানান ডানহাতি টাইগার স্পিনার।

৩৬ বলে ১৯ রান করে সাজঘরে ফেরেন ধনাঞ্জয়া। ডাউন লেগের বল লঙ্কান অধিনায়কের ব্যাট হালকাভাবে ছুঁয়ে লিটনের গ্লাভসে জমা হয়। দলীয় ৩৭৭ রানে ৫ উইকেট হারায় শ্রীলঙ্কা।

Advertisement

স্বাগতিকদের স্কোরবোর্ডে ৯ রান যোগ হতেই আবার আঘাত হানেন হাসান মাহমুদ। দিনের অষ্টম ওভারের শেষ বলে কুশল মেন্ডিসকে উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচ বানান টাইগার পেসার। ১৭ বলে ৫ রান করে সাজঘরে ফেরেন লঙ্কান উইকেটরক্ষক ব্যাটার।

দলীয় ৩৮৬ রানে ষষ্ঠ উইকেট হারায় শ্রীলঙ্কা। এরপরই সপ্তম উইকেটে মিলান আর কামিন্দু মিলে ৭৯ রানের অবিচ্ছিন্ন জু্টি করে ব্যাবধান অনেকটা কমিয়ে আনেন।

এমএইচ/

Advertisement