ক্যাম্পাস

শাটল বাস বৃদ্ধিসহ তিন দাবিতে জবি ছাত্র অধিকার পরিষদের স্মারকলিপি

শাটল বাস বৃদ্ধিসহ তিন দাবিতে জবি ছাত্র অধিকার পরিষদের স্মারকলিপি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত শাটল বাস সংযোজন ও মোট বাসের সংখ্যা বৃদ্ধিসহ তিন দফা দাবি জানিয়েছে জবি শাখা ছাত্র অধিকার পরিষদ।

Advertisement

বৃহস্পতিবার (১৯ জুন) বিশ্ববিদ্যালয়ের পরিবহন পরিচালক সহযোগী অধ্যাপক তারেক বিন আতিককে দেওয়া এক স্মারকলিপিতে এ দাবি জানায় সংগঠনটি।

দাবিগুলো হলো- দুপুর দেড়টায় শিক্ষার্থীদের জন্য চলাচলকারী শাটল বাসের সংখ্যা অন্তত আরও দুটি বাড়াতে হবে। সামগ্রিকভাবে বিশ্ববিদ্যালয়ের বাস সংখ্যা শিক্ষার্থীর অনুপাতে বাড়াতে হবে, যাতে সকালের আগমন ও বিকেলের প্রস্থানের সময় পর্যাপ্ত বাসের ব্যবস্থা থাকে। ছাত্র পরিবহনের বিষয়টি নিয়ে একটি সমন্বিত পরিকল্পনা প্রণয়ন করা প্রয়োজন, যাতে নিয়মিত চাহিদা ও চাপ বিশ্লেষণ করে সঠিকভাবে বাস পরিচালনা নিশ্চিত করা যায়।

আরও পড়ুন জবিতে পাণ্ডুলিপি প্রকাশনা চুক্তি সই, ২ গবেষণা বই আকারে প্রকাশ  ভাঙা হলো কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ‘অঞ্জলি লহ মোর’ ভাস্কর্য 

স্মারকলিপিতে আরও বলা হয়, বর্তমানে বিশ্ববিদ্যালয় পরিবহন ব্যবস্থায় শিক্ষার্থীদের ভোগান্তি দিনদিন বেড়েই চলেছে। বিশেষ করে দুপুর দেড়টায় ক্যাম্পাস থেকে ছেড়ে যাওয়া দুটি শাটল বাস শিক্ষার্থীদের তুলনায় একেবারেই অপ্রতুল। প্রতিদিন এই সময়ে বিপুল সংখ্যক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ত্যাগ করেন, ফলে সীমিত সংখ্যক বাসে অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচল করতে হয়।

Advertisement

শিক্ষার্থীদের ভোগান্তির কথা উল্লেখ করে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের বাসের সংখ্যা শিক্ষার্থীদের চাহিদার তুলনায় একেবারেই কম। যার ফলে প্রতিদিন সকাল-বিকেলসহ বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হয়। যারা দূরবর্তী এলাকা থেকে আসা-যাওয়া করেন, তারা প্রায়ই পরিবহন না পেয়ে বিপাকে পড়েন।

এ বিষয়ে ছাত্র অধিকার পরিষদের সভাপতি এ কে এম রাকিব বলেন, বর্তমানে প্রশাসন আমাদের দাবির প্রতি ইতিবাচক মনোভাব দেখাচ্ছে। আমরা আশাবাদী, তারা খুব দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। কারণ, বর্তমানে তিন বাসের যাত্রীরা একটিমাত্র বাসে যাতায়াত করছেন। ফলে অতিরিক্ত ভিড়ের কারণে শিক্ষার্থীরা মারাত্মক ভোগান্তির সম্মুখীন হচ্ছেন।

তৌফিক হোসেন/কেএসআর/জিকেএস

Advertisement