ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ এখন সপ্তম দিনে পড়েছে, আর গোটা বিশ্ব নজর রাখছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কী সিদ্ধান্ত নেন সেটি দেখার জন্য।
Advertisement
ট্রাম্প বলেছেন, তিনি আগামী দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন যে ইসরায়েলের পক্ষ হয়ে তার দেশ ইরানের বিরুদ্ধে সংঘাতে জড়াবে নাকি না।
বৃহস্পতিবার হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক বিবৃতিতে জানিয়েছেন, ট্রাম্প মনে করছেন ইরানের সঙ্গে আলোচনার ‘উল্লেখযোগ্য সুযোগ’ রয়েছে।
বিবিসির মার্কিন সংযোগী গণমাধ্যম সিবিএস নিউজ জানায়, ট্রাম্প ইরানে হামলার পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন, তবে হামলা করবেন কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।
Advertisement
সিবিএস আরও জানায়, ট্রাম্প ইরানের ফোর্দো পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্র, যেটি ভূগর্ভে অবস্থিত, তাতে হামলা চালানোর বিষয়টি বিবেচনা করছেন।
কেবল যুক্তরাষ্ট্রেরই এমন বোমা রয়েছে যা ওই ভূগর্ভস্থ স্থাপনাটি ধ্বংস করতে সক্ষম হতে পারে।
এদিকে ইউরোপীয় কর্মকর্তারা ইরানকে আবারও আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে চাচ্ছেন। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আমেরিকা এই সংঘাতে যুক্ত হবে কিনা সে সিদ্ধান্ত আগামী দুই সপ্তাহের মধ্যে জানানো হবে।
গত শুক্রবার ইসরায়েল ইরানে হামলা শুরু করে দাবি করে যে তারা দীর্ঘদিনের শত্রু ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে রুখতে চায়। এর জবাবে ইরান ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। ইরান অবশ্য দাবি করেছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ।
Advertisement
মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরায়েলের বিমান হামলায় ইরানে এখন পর্যন্ত ৬৩৯ জন নিহত হয়েছেন, যার মধ্যে সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা ও পারমাণবিক বিজ্ঞানীরাও রয়েছেন। অপরদিকে, ইরানি হামলায় অন্তত দুই ডজন ইসরায়েলি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েল।
সূত্র: বিবিসি
এমএসএম